আমি খেতে চাই, আমাকে খেতে দিন
অসহায় এক যুবকের করুন আর্তনাদ, বুক ফেটে যাবে আপনার
কুন সহৃদয় ভাই / বোন / আঙ্কেল / আনটি / পাশের বাসার ক্রাশ
যদি হোটেল / রেস্টুরেন্টে একবেলা খাওয়াতে চান দ্বিধা না করে এখুনি জানান
(সিম্পল প্রশ্ন )
কেন আমাকে খাওয়াবেন ?
১। বান্দর দেখেছেন, রাক্ষস দ্যাখেন নি ?
আমি আপনাকে লাইভ দ্যাখাব,৭মিনিটে কিভাবে ৫প্লেট চিকেন বিরিয়ানি শেষ করা যায়
২। ফেসবুকে হিরো হতে চাইলে আমাকে খাওয়াবেন,জাস্ট খাওয়ার মাঝা মাঝি ৪-৫টা ফটো খিঁচে, স্ট্যাটাস দিবেন-
"ফ্রান্স, পরিবর্তন টা আমিই শুরু করলাম,
ছবিতে অসহায় যে ভাইটিকে দেখছেন,
আজ তাকে পেট ভরে খাওয়ালাম ।
তার খুশি দেখে, যে আত্নতৃপ্তি পাইছি তার হিসেব টাকা দিয়ে হবেনা । "
বিদ্রঃ সুইট সেলফি,ক্যান্ডি ক্যাম ইউজ করবেন না । বিরক্তি লাগে আমার
আমাকে খাওয়ায়ে আপনার লাভ কি-
সবজায়গায় লাভ লোকসান বিচার করলে তো হয়না মামু,
তারপরেও প্রশ্ন যখন এসেছেই, উত্তর জেনে নিই
১। ভোগে না ত্যাগেই প্রকৃত সুখ, ছাত্রজীবনের এই ভাবসম্প্রসারন
নতুন করে উপলব্ধি করতে পারবেন
২। চামচামির এই যুগে, নিজের প্রশংসা শুনতে কে না চায়, আপনি শুধু খাবার অর্ডার করবেন,
এরপর দেখবেন এই মাঝির খেল । প্রশংসার চোদনে পৃথিবী ছেড়ে স্যাটেলাইটে উঠে যাবেন
বিদ্রঃ খাবারের পরিমাণের ওপর প্রশংসা নির্ভর করবে ।
মঙ্গোল বা বুধে যাওয়ার জন্য, বিভিন্ন আইটেম অর্ডার করতে পারেন
৩। নির্ভেজাল হাসি দেখার জন্য হলেও আমাকে খাওয়ান উচিত আপনার
৪। ভাল আপ্যায়নের জন্য জিতে নিতে পারেন, আমার পার্সোনাল ফোন নম্বর !
মাঝে মাঝে ফ্লেক্সিও করতে পারেন, আমি কিছু মনে করব নাহ
৫। এছাড়া আমাকে জড়িয়ে ধরে, সেলফি তোলার সুযোগ তো থাকছেই !
বিদ্র- ছেলেরা তোমরা শুধু সেলফি তুলবা
( অনেকদিন পর সামুতে আসলাম, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি )
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৮ রাত ৯:৫৩