- হ্যালো, স্যার আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ?
- কয়টা বাজে বলতে পারেন ?
- এখন ৭:১৫ মিনিট,স্যার।
- দেখুন তো , বাহিরে রোদ কীরকম ?
-আপনি অবান্তর প্রশ্ন করছেন স্যার, আমাদের সেবা শুধু নেটওয়ার্ক এবং সিম বিষয়ে ।
- আপনিই তো বললেন, সাহায্য করবেন, এখন আবার কথা ঘুরাচ্ছেন ক্যান...?
ফটাফট উত্তর দেন, নাইলে কিন্তু কঠিন বিপদ আপনার সামনে ।
- স্যরি স্যার বুঝলাম না...
- না বুঝার কিছু নেই, শোনেন আমি একটু পাগলা কিসিমের ।
আর কিছুক্ষণ পর সুসাইড করব... আর এজন্য কিন্ত আপনিই দায়ি ।
- স্যার আমি চাকরি করি, প্লিজ আমার চাকরি নষ্ট করবেন না।
- নাম কি আপনার?
- নিসাত তাব্বাসুম ।
- এজ ?
- আপনি আমার সময় নষ্ট করছেন , স্যার ।
- শোন নিসাত, তোমাকে "তুমি" করেই বলি, তুমিও "তুমি বলতে পার।
নট ফ্যাক্ট, এটা আবার ডিমোশন নয় কিন্তু, রিলেশন প্রোমোশন, সহজ হিসাব।
আবার হিসাব বিজ্ঞানের "হিসাব" কিন্ত নয়, জীবনের হিসাব ।
- সত্যিই তো আপনি, পাগল।
- আরে নাহ, আমি কী কাইট্টা নাকি যে আমার পা গোল হবে। বরং ছাগল বলতে পার,
- দ্যাখেন স্যার, আমার সময় নেই।
- নিসাত,তোমাকে আমার পছন্দ হয়েছে,যাও ছেড়ে দিলাম ।আমি ৫ তলা বিল্ডিঙের
ছাদে । ঠিক ৩৭ সেকেন্ড পর ঝাঁপ দিব । মৃত্যু পথ যাত্রীর শেষ একটা রিকুয়েস্ট , রাখবে ?
- বলেন ,
- তোমার পার্সোনাল নম্বর থেকে কল দাও, আমরা একটু প্রেম প্রেম খেলা খেলব হে হে হে...
- স্যরি স্যার ,সম্ভব নয় ।
- তাহলে, আমার সাথে একটু গাও... ডুয়েট
"তোমাকে চাই শুধু, তোমাকে চাই আর কিছু...।
খট করে লাইন কেটে গেল,
গাধা মেয়ে,গানটা জানেনা বোধয়...
কাহিনী এখানেই শেষ হতে পারত, কিন্তু হয়নি । নিসাত আমাকে বিশ্বাস করেনি , তাই কল দিয়েছিল ।
আমি রিসিভ করে চমকে উঠি... প্রথমে বিস্মিত পরে এমন হাসি হেসেছিল সে...
আর আমি লজ্জায় হেঁট হয়ে সিটকে পড়েছিলাম।
কারন আমি প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছিলাম আর
সে দিয়েছিল ভিডিও কল !
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৭ রাত ৮:২১