আমি স্বপ্ন খুজে ফিরি
হয়তো দু ফোটা, কখনো এক মুঠো
কখনো বা এক চিলতে
কখনো বা সদ্য ভেজা বাতাসের আলতো সোঁদা গন্ধে
অথবা নামহীন কোন ফুলে
পিচঢালা পথে, কাঠফাটা রৌদ্রের মাঝে
পথক্লান্ত পথিকের হাসিতে
পথশিশুর অর্থহীন চাহনিতে
আমি স্বপ্ন খুজে ফিরি
তোমার আমার ফেলে আসা পথে
অথবা নির্লজ্জ ঐ চাঁদে
আমার অপেক্ষায় দুয়ারে দাড়িয়ে থাকা কারো চোঁখে
অথবা বিষন্ন রাতের অন্ধকার কোন গলিতে
বালকের দৌড়াত্ব অথবা ঐ বখাটের বাকা চাহনিতে
কখনো বৃদ্ধের ছানি পড়া চোখে
অথবা প্রেমিকের খালি পকেটে
কখনো ব্যর্থ প্রেমের গল্পে
কিশোরীর কান্না ভেজা চোখে
আমি স্বপ্ন ফেরি করি
আমি দেখাই স্বপ্ন, তোমাকে
ওকে , তাকে মাঝে মাঝে স্বয়ং নিজেকেই
স্বপ্ন নিয়ে বসবাস, স্বপ্নের করি চাষ
আমার স্বপ্নের ঘুম ভাংগে,
তারা জাগে, আড়মোরা দেয়
আমায় হতাশ করে তারা আবার ঘুমিয়ে পড়ে
আমি আবার স্বপ্ন খুজি,
আমি দিন মান তাদের তাড়া করে বেড়াই
আমি তাদের কব্জা করি
আমি সুখ খুজে ফিরি
তবু দু:খেরা করে ভীড়