আমি হেটে চলি এই নির্জন পথ ধরে
হাতে কিছু শুকনো ফুলের স্মৃতি
আর কিছু মৃত পদ্যের অযথা আস্ফালন
আমি হেটে চলি তোমারই দেখানো পথে
দুঃস্বপ্নের মত দেখা দাও তুমি
কখনো বা ভুল করে
কখনো বা আমায় তাড়া করে বেড়াও
আমারই স্বপ্নগুলোর মাঝে
আমি হেটে চলি, তোমার পদে পদে
তুমি চলে যাও বড় দ্রুত
তোমার ফেলে যাওয়া ধুলে খেতে খেতে
আমি হামাগুরি দিতে থাকি
কখনো বা দয়া করে ক্ষনিকের একটা চাহনি
কখনো বা আমায় মনে করিয়ে দেয়া
আমি ক্ষুদ্র, আমি নিস্তব্ধ অথবা ভীরু
কখনো বা একটু কটাক্ষ
অথবা একটু ভ্রুকুটি
কখনো আমি একটু আলসে,
তুমি হতাশ হও,
তুমি তোমার ঐ চোখ দিয়ে আমাকে শাসন কর
অবজ্ঞায় তোমার ঠোট উল্টায়
আবার ও চন্চলা হরিণীর মত চলে যাও
আমাকে তোমার ফেলে যাওয়া স্মৃতির মাঝে
আমি তবু এগিয়ে যাই
সঙ্গী আমার, না লেখা পদ্যের ভুলে যাওয়া স্মৃতি
আর একরাশ ধুলো
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ২:৩৩