New York, I Love You:
NY’র কিছু মানুষ্কে নিয়ে এই মুভির গল্প।আর ১০টা ইংলিশ মুভির মতই এর কাহিনী।৮-১০টা খন্ড খন্ড কাহিনী নিয়ে এই মুভি।মুভির শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাহিনী আলাদা আলাদা তাত্পর্য বহন করে।
মুভির শুরুতে দেখায় এক জন চোরের কাহিনী ।তার নাম Ben।Ben কিভাবে একটি মেয়েকে ইম্প্রেস করার জন্য হাত সাফাই করে তা দেখে অবাকই হতে হয়।
পরের কাহিনীতে আমরা দেখতে পাই বিবাহের জন্য প্রস্তুতি গ্রহনকারী এক নারীকে।যে অন্য এক বিবাহিত পুরুষের প্রতি আকর্ষন অনুভব করে।
তারপরের গল্প শুরু হয় david এবং camille রে নিয়ে।david ১জন সংগীত শিল্পী।যার সাথে এক ভালোবাসার সম্পর্কে আবদ্ধ হয় camille।না দেখেই শুরু হয় তাদের ভালোবাসা।সেই আজানা ভালোবাসার টানেই তাদের দেখা হয়।সে এক অদ্ভুত অনুভুতি।
Jacob’র কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ১জন বান্ধবীর প্রয়োজনীয়তা।প্রোম নাইট এ যাওরায় জন্য তার দরকার এক জন বান্ধবীর।তার এক্স-বান্ধবী অন্য ছেলের সাথে যাবে।সে অনশেষে খুজে পায় এক জন মেয়েকে যাকে নিয়ে প্রোম নাইটে যাবে।কিন্তু মেয়েটার সাথে দেখা হওয়ার পরে দেখে মেয়েটা পঙ্গু।তাও সে ওই মেয়েকে নিয়েই প্রোম নাইটে যায়।ওই মেয়ের সাথেই রাত যাপন করে।সকালে মেয়েকে বাড়ি ফেরত দিতে গিয়ে সে এক নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়।
Isabelle’র গল্পে আমরা দেখতে পাই যে Isabelle একজন বৃদ্ধা ,খুবই বিখ্যাত অপেরা সিঙ্গার।new york’র এক হোটেলে আসে প্যারিস থেকে ।সেখানে সে তার পুরানো স্মৃতিতে ফিরে যায়।অতীত এবং বর্তমানের এক অতুলনীয় যুগলবন্দী।
তেমনি এক লেখকের সাথে এক যৌন কর্মীর কথোপকথন আমাদের কিছুটা সময় নির্মল আনন্দ দেয়।
এক টেক্সি ড্রাইভারের সাথে তার পেইন্টার যাত্রীর কথোপকথন কিংবা এক চাইনীজ রমনীর ছবি আকার জন্য পেইন্টারের ব্যাকুলতার মাঝে আমাদের নিজেদের ছবি ফুটে উঠতে দেখি।
মেয়ের প্রতি পিতার ভালোবাসার প্রকাশও আমাদের মনে জাগিয়ে তুলে এক অন্য রকম অনুভুতি। তেমনি এক বৃদ্ধ দম্পতির ভালোবাসা,ঝগড়া,রাগ,অভিমান আমাদের বুঝায় ভালোবাসার কোন শেষ নেই,নেই কোন বয়সের সীমা।
প্রতিটি গল্পই যেন আমাদের পরিচিত।মনে হবে আমদের সাথেই ঘটেছে অথবা আমদের পাশের জনের গল্প।
অনেক গুলা গল্প নিয়ে এই মুভি।কিন্তু প্রতিটি গল্পই আলাদা।কোন পেচ নাই।এক বার দেখতে বসলে দেখবেন যে ভালই লাগবে।
এই মুভির প্রতিটি গল্পের ডিরেক্টর আলাদা।তাই গল্প বলার মধ্যে বৈচিত্র্য আছে।
আমার রেটিং: 4.0/5
সব কাহিনী সম্পূর্ণ লিখলাম না।প্রতিটি কাহিনীর শেষেই চমক আছে।দেখলে বুঝবেন
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১:২৯