অবশেষে পাগল হয়ে গেলো ছেলেটা;
দুর্ঘটনার খবর পেলে সিন্নি দেয় দরগায়,
কালবৈশাখীতে লঞ্চ ডুবলে শুধায় সে, "মরল ক'টা?"
আর আফসোস করে কেন হাজারটা মরল না।
একেবারেই গেলো ছেলেটা;
সচিবালয়ের দেয়ালে দাঁড়িয়ে
প্রস্রাব করে মনের সুখে,
জুতো নিয়ে ওঠে শহীদ মিনারে,
সিঁড়িতে বসে আঁকে আবোল তাবোল আল্পনা!
রক্ত দিয়ে মারে চিকা,
যে ছোট্ট চিকা সে ছাড়া দেখে না আর কেউ।
ফার্মগেটের ব্যস্ত রাস্তায় দাঁড়িয়ে শ্লোগান দেয়,
"আমরা সবাই রাজা"।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১২ রাত ১১:৫৯