কয়েকদিন আগে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল.....অনেক চিন্তা ভাবনা করেছি, কিন্তু হায়! কোন উত্তর পাওয়া যায় নি চিন্তা ভাবনা করতে করতে ঈদ এসে পরল। আমার ভুলোমন, সব চাপা পরে গেল।
ঈদ এল- আবার চলেও গেল। ঈদের ছুটিতে মাথাটা কয়েকদিনের জন্য ঠাণ্ডা ছিল। কারণ রাস্তায় ছিল না যানজট, ছিল না কোলাহল।
সন্ধ্যা থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে , ঘরে বসে আছি। মাথা ভার হয়ে আছে। কারণটা কী? স্যাঁতসেতে বৃষ্টি ..... নাকি... ঘন্টা-ঘন্টা লোডশেডিং
আবার সেই প্রশ্নটা জেগে উঠছে।
উফ! কী যন্ত্রণা
কয়েকটা সম্ভাব্য উত্তর জমেছে অবচেতন মনে। কিন্তু মান সম্মত কোন উত্তর পাচ্ছি না। মেজাজ খারাপ হয়ে আছে?
যার জন্যে এত সমস্যা; সেই প্রশ্ন টাইতো বলা হয় নি!!
.........আমরা (বাংলাদেশী) এত খারাপ কেন........???
আমাকে হয়ত অনেকে গালি দেবার প্রস্তুতি নিচ্ছেন। একটু অপেক্ষা করুন, আমার মনে এই জঘন্য প্রশ্নটা আসার কারণটা বলছি....আসবে না কেন? যেখানেই যাই দুর্নীতি আর দুর্নীতি।
বাঙালী আমরা বাঙালী!! হা হা!!
আমরা নাকি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জাতি? অথচ আমাদের সবচেয়ে বড় শত্রু আমরাই।
যে দেশের ছেলেরা ভাষার জন্যে অকাতরে প্রাণ হারিয়েছেন। যে দেশের স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। যে দেশের ইতিহাস এত সমৃদ্ধ সেই দেশ আজ কোথায় চলেছে।
আজকের......
রাজনীতিবিদ
সরকারি- বেসরকারি কর্মচারী
ছাত্র- শিক্ষক
ডাক্তার- কবিরাজ
হাসপাতাল- শিক্ষাপ্রতিষ্ঠান
পুলিশ-র্যাব....... ইত্যাদি ইত্যাদি।
আমি এখন দুর্নীতি ছাড়া আর কিছুই দেখছি না, কোথায় নেই এই দুর্নীতি
অন্য সবার মত আমিও স্বপ্ন দেখি একটা “সোনার বাংলার”। “সোনার বাংলা” কথাটা বই পুস্তকে পরেছি। হয়ত কোনদিন দেখতে পাব না এই দুচোখ দিয়ে। তবুও আশা রাখি আমার দেশ একদিন সোনার বাংলাদেশ হবে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪৮