কয়েকদিন আগেও কোথাও যাবার জন্যে BUS/রিকশা ই ছিল আমার প্রধান ভরসা।
CNG অটোরিকশা/Yellow Cab এর ধারে-কাছেও ঘেঁষতাম না বেশি প্রয়োজন না হলে, কারণ CNG চালকরা তাদের ইচ্ছামত গন্তব্য না হলে যেতে চাইতো না আর যেতে চাইলেও দ্বিগুণ, তিনগুন এমনকি আরও অনেক বেশি ভাড়া দাবি করত।
আর METER... থাক সে কথা তো বলা লাগবে না।
আজ ছিল আমার COUSIN এর বিয়ে, সে অনুষ্ঠানে যাবার জন্যে বাসা থেকে বের হতে হতে সন্ধ্যা ৭ টা।
ধানমন্ডি যাব। রিকশা ভাড়া করার জন্যে রাস্তায় দাঁড়িয়ে রইলাম প্রায় ১ ঘন্টা, কোন রিকশাওয়ালা যেতে চাচ্ছে না। আল্লাহ ই জানে পৌঁছাইতে পারব কিনা।
অবশেষে, কোন উপায় না দেখে মনে সাহস সঞ্চয় করে CNG স্টান্ডের দিকে এগুলাম। (নয়াবাজার CNG স্টান্ড; যেখান থেকে CNG ভাড়া করলে, CNG চালকদের ২০ টাকা দিতে হয় স্থানীয় প্রশাসনে)।
আমিঃ (সাহস নিয়ে) ভাই যাবেন।
CNG চালকঃ কই যাইবেন?
আমিঃ এইতো ধানমন্ডি ৫ নম্বর।
CNG চালকঃ যামু।
আমিঃ কত নিবেন? (নির্ঘাত ২৫০ টাকা চাইবে)
CNG চালকঃ কত নিবেন মানে কি? METER-এ যা উঠবে তাই দিবেন।
আমিঃ (আকাশ থেকে পড়লাম) বলে কি? নতুন চালক নাকি? নাকি হালাল রুজি উপার্জন করে লোকটা? চিন্তায় পড়ে গেলাম।
CNG চালকঃ কি ভাই যাইবেন না?
আমিঃ হ্যা হ্যা। উঠে পড়লাম CNG তে।
কিছুদূর যেতেই বঙ্গবাজারের মোড়ে CNG থামাইল পুলিশ। আমি মনে মনে বললাম, এমনিতেই দেরি হইছে আবার ঝামেলা।
পুলিশঃ ভাই কই যান।
আমিঃ ধানমন্ডি।
পুলিশঃ ভাড়া কি চুক্তিতে নাকি মিটারে।
আমিঃ মিটারে।
পুলিশঃ ঠিক আছে যান।
তখন মনে পড়ল, সকলে দৈনিক পত্রিকায় পড়েছিলাম যে আজ থেকে CNG আবার মিটারে যাবে এবং যে কোন গন্তব্যে যাবে। যদি না যায় তাহলে চালকদের খবর আছে।
৫৮ টাকা ভাড়া দিয়ে, দোয়া করলাম যাতে এই রকম আইন যেন বজায় থাকে। জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতির মত হারিয়ে না যায়।
>>>>>>>
>>>>>
[[ওইটা লিখেছিলাম ১৭ জানুয়ারিতে]]
কিন্তু আজ আবার একই বিষয় নিয়ে লিখছি... ...
গতকাল ভার্সিটি যাব সেমিস্টার ফাইনাল চলছে। বরাবরের মতই আমি লেট, পরীক্ষা শুরু হতে বেশি বাকি নাই, এইতো ঘন্টা খানেক হয়ত আছে। সময়মতো না পৌঁছতে পারলে লস হয়ে যাবে।
এই সময় বাসে উঠার প্রশ্নই আসে না। CNG খুঁজলাম, আশ্চর্যের বিষয় পেয়েও গেলাম। ভাড়া যা চাইল তা শুনে আমি কঠিন এক ধাক্কা কইলাম। নয়াবাজার থেকে ধানমন্ডির ভাড়া ৪০০ টাকা চাইলে....আমি কেন? যে কেউ ধাক্কা খাইতে বাধ্য।
কোথায় গেল মিটার, কোথায় গেল আইন? শুধু যানবাহনের ভাড়া নিয়েই নয়, সবকিছুতেই অরাজকতা। এর কি কোন সুরাহা নেই? আমরা কি শুধু নতুন-নতুন আইনের খবর শুনেই যাব? বাস্তব প্রতিফলন কি একবারের জন্যও দেখতে পাব না?
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১১ রাত ৮:৩৭