বীরাঙ্গণা,
তুই বিবস্ত্র হয়েছিলি কেন বল!
তুই সীতা ন'স যে,
অনল ছুঁয়ে অহর্নিশি করে দিবি জল।
ওরা আঙ্গুল তুলে নক্ষত্রপানে
মুক্তিযুদ্ধের কথা কয়।
তব ঘৃণা কেন তবে তোর সহায়,
কেন অসহায় তোরা; অস্পৃশ্যতায়।
ওরা শুচিবায়, হিন্দু-মুসলমান।
ওরা মূর্খ, অশালীন শুধু নয়,
ওরাও তাহলে জারজ, নরকের কীট।
ভীষণ দুর্গন্ধময়।
তুই দেশমাতা, তুইই বঙ্গমাতা।
প্রণাম সবিনয়।
তোর জন্যই এই ভাষা, এই দেশ
ভাসছে স্বাধীনতায়।
আমি ঘৃণ্য, আমি জানোয়ার।
আমি ওই রাম,
সতী জেনেও প্রশ্ন তুলি; অগ্নিপরীক্ষায়।
আমি জারজ আজ, শুধু তোর অবমাননায়।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১