আমি সুখ চেয়েছিলাম; তুমি দাও নি।
একটুখানি কষ্ট তাও না।
আজ ধরণীতল, মহা রসাতল,
তব ঘৃণা লুটাইয়াছে ঐ স্বীয় পদাতল।
আজ দেশ মাতৃকা, ঐ মহাকাশ; যত সম্মান সব
ঝুলে থাকে লাশ, ফেলানীরা সব।
নষ্ট তারকাঁটায়। অশুদ্ধ মহাভারত।
আমি একটুখানি সুখ চেয়েছিলাম, দাও নি।
আজ অভিরুচি সব, মরতে বসেছে,
পরাধীনতায় নাকি স্বাধীনতার সুবাস।
খোলা আকাশে স্বপ্ন দেখি; পচা গন্ধ, বীভৎস সে লাশ।
আমি একটুখানি কষ্ট চেয়েছিলাম, তুমি দাও নি।
শুণ্য করিয়া হৃদয়, পূর্ণ করেছি তোমায়; বিস্তৃত মাঠ।
তুমি চলেই যাবে আজ; তেপান্তরের পথে।
স্বাধীনতা তুমি ঐ কবিদের গান; স্বান্তনা কিসে আমায়!
আমি তোমাকে চেয়েছিলাম, পাই নি।
বিশ্বাস করো। আমি একটুখানি সুখ চেয়েছিলাম।
তুমি দাও নি। একটুখানি কষ্ট?
তাও না।