অপেক্ষার প্রহর যদি শেষ না হয় আজ নিশীথে
তবে ধরে নেব এখনও পারনি তুমি আমায় ভালোবাসিতে
স্মৃতিগুলো যদি নাড়া দিয়ে যায় মনে
কেঁদো তুমি একটু হলেও আমার বিহনে
যদি ঐ আঁখি থেকে এক ফোটা মুক্ত ঝড়ে পড়ে
তবে হৃদয় মম পূর্ণ হবে গিয়ে জীবনের ওপারে
স্মৃতি যত আছে বুকে নিয়ে নাহয় থাকব সারাবেলা
কষ্টগুলো আড়াল করে হয়ত কাঁদব সাঝের বেলা
বলতে পার,কলঙ্কতো চাঁদের বুকেও আছে
তবে আমি বলব চাঁদ তবু ঐ সূর্যের আলোতেই বেচে আছে
আমার জীবনের সন্ধাপ্রদীপ নাই বা জ্বালালে তুমি
ভাবতে পারো স্বার্থপরের মত নিজের কথা বলছি শুধু আমি
হাসতে চেয়েছিলাম তোমার সুখে,কিন্ত চাইলেনা তা তুমি
তাতে কি?কাঁদব না হয় সারা জীবন তোমার বিহনে আমি
ভালোবাসা না ই দিলে না হয় থাকল না অনুভুতি
তাতে কি তুমি ছিলে,আছ,থাকবে হয়ে এই জীবনের জ্যোতি……………