পৃথিবীতে যতগুলো মধুর সম্পর্ক আছে তার মাঝে ভাই বোনের সম্পর্কটি সবচেয়ে মধুর । যদি পিঠাপিঠি হয় তবে তো কথাই নেই ! সারাদিন খুঁনসুটিতে কেটে যায় । তুচ্ছ কারণে ঝগড়া, মারামারি, চুলোচুলি..... কিন্তু এ ঝগড়ার পিছনেই মিশে আছে গভীর ভালবাসা ।
যদি বড় বোন হয় তার কাছে ছোট ভাইয়ের আবদারের শেষ নেই ! কাপড কাঁচা থেকে শুরু করে হোমওর্য়াক, এস্যাইনমেন্ট করে দেয়া- সবকিছুর জন্যই বড় আপু ! হাত খরচ লাগবে- বড় আপু ! মেয়ে পটানোর টিপস লাগবে- তাও বড় আপু !
আর ছোট হলে- ঐ পিচ্চি, এক কাপ চা বানাই আন তো ! ঐ পুচকি, শার্ট টা ইস্ত্রি করে দে না.... ঐ মোটকু, আজকে প্যান্ট টা ধুয়ে দিস তো ! ঐ গাধী, দুদিন পর তো শ্বশুর বাড়ি চলে যাবি ! তখন চাইলে ও তো আর করতে পারবি না ! এখন একটু করে দে না....
আর বোনগুলোও জানি কেমন ! ভাইয়ের সবকিছুতেই তাদের হ্যাঁ ! হয়ত গভীর ভাবে ভালবাসে বলেই !!!
আর ভাইগুলোও কম যায় না ! প্রিয় বোনটার মুখে একটুখানি হাসি ফোটাতে যে কোন কষ্ট স্বীকার করতে তারা রাজি ! বাইরে এমনিতে তারা পার্ট নে- তোকে আমি একটুও দেখতে পারি না ! তুই না থাকলেই আমি বাঁচি ! বিয়ে দিয়ে শ্বশুর বাড়িতে তোকে পাঠিয়ে দেয়ার পরেই আমার শান্তি ! তখন আমিই রাজা !
কিন্তু মনে মনে তারা বোনটাকে কতটা ভালবাসে সেটা নিজেরাও জানে না । বোন শ্বশুর বাড়িতে চলে গেলে তাদের যে কি দূরাবস্থা হবে সেটা তারা দূঃস্বপ্নেও কল্পনা করতে চায় না !
ভাই বোনের এ সম্পর্ক সত্যই অনেক মধুর ।
চির অম্লান থাকুক এ মধুর সম্পর্ক.............
(বোনরে খুব মিস করি)