তুই আজকাল বড্ড বেশী নির্লিপ্ত হয়ে থাকিস! একটা সময় ছিল তুই বেশ অন্যরকম ছিলিস! সব রঙ্গের মাঝে তুই ছিলি বড্ড বেশী আপন! তাই আকাশকে দিয়ে ছিলাম তোর বিশালতা! সমুদ্রের মাঝেও তোকে ঢেলে দিতে কার্পণ্য করিনি! দিব্যি তোকে দিয়েছিলাম জ্যোৎস্নার রং! সাদা মেঘ দিয়ে সাজিয়েছিলাম তোকে, তোকে ছুঁয়ে বৃষ্টি ঝরিয়েছি কত!
হাজার হাজার কালো চোখের মাঝে তোকে দিয়ে সাজিয়েছিলাম প্রিয় কিছু চোখ! অনেক জনের মাঝে যে চোখ গুলোর দিকে বাকি চোখ গুলো দিব্যি চলে যায়!
সেই তুই আজ হয়েছিস বিষাদী! বিষাদকে করেছিস আপন! যে তোকে আমি ভালবাসা হতে দিলাম,তুই হয়ে গেলি কষ্ট!
তবুও তোকে বড্ড ভালবাসা হয়! এখনও শিল্পীর তুলিতে তোকে ঠাই দেই, এখনও প্রিয় রং হয়ে উঠে আসিস কবিদের কবিতায়! অথবা কোন কিশোরীর হাতের চুড়িতে বেজে উঠিস টুংটাং! এখনও কোন বালিকা সাদা পেড়ে শাড়িতে তোকে মুড়িয়ে রাখে নিজের সাথে অথবা কেবলই গোল হয়ে রয়ে যাস কারও কপালে! অথবা প্রেমিকের হলুদ খামে প্রেম হয়ে থেকে যাস আজীবন, অনন্তকাল ধরে!
নীল নীল নীল,
কোনদিন হয়তো বাকি ছয়টি রং ঝেড়ে ফেলে তোর সাথে আকাশ হয়ে যাব!
নীল নীল নীল,
অথবা আকাশ থেকে টুপ করে বৃষ্টি হয়ে তোর সাথে সমুদ্রে মিশে যাব!
অথবা যে কোন কবির কবিতায় বিষাদ হব, অথবা শুধুই তোর কষ্ট হব! নীল, তোকে ছুঁয়ে আমি তোর নীলধনু হব!
নীল, ভালবাসি তোকে!
তোর,
রংধনু!
হাতের সাতনম্বর চুড়িকে উৎসর্গ করা হল! আমার নীল চুড়িকে! নীল চুড়ি, তোকে আমার খুব পছন্দ! :p আজীবন নীল থাকিস, আজীবন প্রিয় থাকিস!