স্যার একদিন ক্লাসে পড়ানোর ফাকে বলেছিলেন, এমন একটা প্রশ্ন বল, যার উত্তর কখনই সদা সত্যি হয় না,
সেদিন আমরা ক্লাসে কেউ উত্তরটা দিতে পারি নায়, পরক্ষণে স্যার বলেছিলেন, প্রশ্নটা হচ্ছে, "তুমি কেমন আছো? এর উত্তরে এখন যা বললাম তা এখনকার জন্য হয়ত সত্য কিন্তু কিছুক্ষণ পর যে সত্যই থাকবে তার কোন নিশ্চয়তা নেই"
আসলে ভাল থাকা ব্যাপারটাই আপেক্ষিক, শত ভাল থাকার মাঝেও কেউ কেউ ভাল থাকতে পারে না (হয়ত জানে না বলেই পারে না) আবার অসম্ভব খারাপ থাকার যন্ত্রণা জ্যামেও কেউ কেউ অসম্ভব ভাল থাকে।
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১৮