০১। গুগল প্রতিষ্ঠা করে ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন নামক দুই ছাত্র।
০২। ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন GOOGOL নিবন্ধন করতে চেয়েছিলেন কিন্তু ভুলক্রমে গুগল ( Google ) নিয়ে ফেলেন এর জন্য তারা ব্যাথিত ছিলেন ।
০৩। ২০০০ সালে গুগল বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিনে পরিনত হয় ।
০৪। মে ২০১১ সালের হিসেব অনুযায়ী গুগলের অনুসন্ধানকারীর সংখ্যা ১ বিলিয়ন । বর্তমান বিশ্বে গুগল সর্বাধিক ব্যাবহত ওয়েবসাইট ।
০৫। গুগল বর্তমানে ৮০ টির অধিক ভাষায় কার্যক্রম পরিচালনা করছে ।
০৬। ২০০৬ সালে অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি (OED) গুগলকে ভার্ব ( verb ) হিসেবে যুক্ত করে ।
০৭। গুগল সার্চ ইঞ্জিন অপারেটিং এর জন্য ১ বিলিয়ন সার্চ অনুসন্ধানের প্রেক্ষিতে ১ মিলিয়ন কম্পিউটার ব্যাবহার করা হয় ।
০৮। ২০০৭ সালে বিশ্বের প্রভাবশালী ফোবস ম্যাগাজিনে প্রকাশিত হয় “এমেরিকাতে কাজের সেরা জায়গা গুগল” নামক প্রতিবেদন।
০৯। গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন টুইটারে তাদের প্রথম টুইট ছিলোঃ
I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010
যেটার মানে হলঃ I’m Feeling Lucky
১০। গুগলের আয়ের ৯৯ শতাংশ আসে বিজ্ঞাপন থেকে ।
১১। গুগলের প্রধান পাতা অর্থাৎ Google.com এ কোন বিজ্ঞাপন রাখা হয়না। যদি গুগল সেখানে বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ প্রকাশ করে তবে তার জন্য বিজ্ঞাপনদাতারা কমপক্ষে ১০ মিলিয়ন ইউ এস ডলার দিত!
১২। ২০১১ সালের প্রথম ফেব্রুয়ারি গুগলে রেকর্ড সংখ্যক ৭৫ হাজার চাকুরীর আবেদন জামা পড়ে মাত্র ৬০০০ কোঠার প্রেক্ষিতে।
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৫২