সুখ! সুখ! সুখ!
কি এই সুখ?
প্রত্যেকটা মানুষেই সুখ সন্ধানী। আবার এই সুখটাতেই সবচেয়ে বেশি অস্বস্তি, শিরশিরানি ভাব।
যেকোন ভাবে, যেকোন ছলছুতোয় দুঃখকেই নিয়ে আসতে চাই নিজের কাছে, হোক সেটা স্বজ্ঞানে বা অজ্ঞানে।
হয়তো সুখের শুরসুরি নেই কিন্তু দুঃখের আছে, সুখের কোন হাহাকার নেই কিন্তু দুঃখের আছে, সুখে জ্বালা, নিজেকে কোনকিছু থেকে বঞ্চিত ভাবার ভাবার সুযোগ থাকে না কিন্তু দুঃখের তা আছে।
হাহাকার, অপ্রাপ্তি, নিজেকে বঞ্চিত ভাবার মধ্যে থেকে জীবনের ঘটে যাওয়া সুন্দর মুহুর্তগুলোকে স্মৃতিচারন করা, হৃদয়ের মাঝে স্বযত্নে টানিয়ে রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া, ভবিষ্যৎ ভাবনা ভাবা, ভবিষ্যৎ সুখের চিন্তাই হয়তো জীবন...........
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:১৩