১ এমবিপিএস (বিটিসিএল, ডেডিকেটেড) ব্যান্ডউইথ ২০০৭ এ ছিল ৭৫,০০০ টাকা।
এখন ১ এমবিপিএস (বিটিসিএল, ডেডিকেটেড) ১০,০০০ টাকা।
মোবাইল ইউজার সেই সময়ের তুলনায় তিনগুন বেড়েছে। কিন্তু এখনো মোবাইল কোম্পানিগুলু ১ জিবি ডাটা (শেয়ারড) প্যাকেজ দিচ্ছে ৩৪৫ টাকা। তাও যেই স্পীড। মাঝে মাঝে ক্লিক মাইরা মিরপুর থেকে হাতিরঝিল/মতিঝিল ঘুরে আসা যাবে!
সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি, মোবাইল এর কল রেট নিয়ন্ত্রনের জন্য যেমন আইন আছে, তেমনি ইন্টারনেট এর রেট নিয়ন্ত্রনের জন্য ও আইন করা হোক বা থাকলে সেটা বাস্তবায়ন করা হোক।
সেখানে আবার শুনছি বাংলাদেশের অব্যবহৃত ব্যান্ডউইথ নাকি আশে পাশের দেশে রপ্তানি হবে।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৯