আমি ৩ public versity তে exam দিছিলাম।কিন্তু কোনটাই আমাকে পছন্দ করে নাই ।তাই private শেষ ভরসা । আমার এখন কিছু সাজেশন দরকার ।
suaject computer science
(আপডেট)চার বছর পর --
২৩.১২.২০১৩
ওপরের পোস্ট টা দিসিলাম ৪ বছর আগে কোন ভার্সিটি তে ভর্তি হব সে বিষয়ে মন্তব্য জানার জন্য। শেষ পর্যন্ত আমি কোন ভার্সিটি তে ভর্তি হইছি তা কখনো
পোস্টে লেখি নাই ।আজকে ৪ বছর পরে যখন জানাইতেছি ততক্ষনে আমার ঐ ভার্সিটির পড়ালেখাই শেষ ।
আমি ড্যাফোডিল এ ভর্তি হইছিলাম ।ভর্তি হওয়ার কারন - যাতায়াতের সুবিধা আমার বাড়ি থেকে - যদিও distance ৩০ কিলোমিটার - কিন্তু সরাসরি বাস আছে ।
পুরোটা সময় বাড়ি থেকে ক্লাশ করছি ৩০ + ৩০ = ৬০ কিমি ।
অর্জিত knowledge সমূহ -
সকল অনার্স বা বিএসসি লেভেলের কোর্সে সাইকোলজি সাবজেক্ট অন্তর্ভুক্ত করা উচিত - সবকিছুর আগে নিজেকে চেনা উচিত - কারন নিজের brake আর accelarator ( সাথে রাস্তাটাও ) না চিনতে পারলে পুরাই crash ।
cse subject টা ইন্টারনেট থেকেই পড়ে ফেলা সম্ভব যদি একটু গাইড পাওয়া যায় - যেহেতু কম্পিঊটার টা একই সাথে teacher এবং playground - তারপরও যেহেতু আমরা নিজেকে অন্যের চোখ দিয়ে দেখি , সার্টিফিকেট টা আসলেই দরকার।
আর বাকি গুলা ভবিষ্যতে জানাব । এখন মনে পরতেছে না।
off topic -
কি অবাক কান্ড একি সাথে ৪ বছর আগে ও পরের আমি । যদি পারতাম ঐ আগের আমি কে কিছু উপদেশ দিতাম - এই পৃথিবী টা কেমন তা বলতাম - অন্তত যেটুকু আমি এখন জানি - কিন্তু ঐ আমি এই উপদেশ গুলা কোনমতেই believe করতাম না।
আর নিশ্চিতভাবেই inter time communication সম্ভব না।
(কিছু শব্দের বাংলা বানান লেখতে না পারার কারনে ইংলিশে লিখতে হল কিছু আবার ইচ্ছাকৃতভাবেই)
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৩