ভাইজানসকল আবার আইলাম বহু দিন বাদে। আইজকা একখান নতুন গরম গেমের খবর কমু। মাত্র কালকে মুক্তি পাইল। আর গেমটা হইতাসে এংরি বার্ডস স্পেস। যারা আগের গেমগুলা খেলসেন সেগুলোর চেয়ে পুরোপুরি আলাদা এবারের এই এংরি বার্ডস।এবারের অভিযান, মহাকাশে।
হ্যাঁ এবারের অভিযান মহাকাশের গ্রহ থেকে গ্রহান্তরে।দুষ্টু শুকরছানা চুরি করে নিয়ে যায় পাখিদের ডিম, আর সেই কারণে খেপে অস্থির মানে এংরি পাখিগুলো নিজেদেরকেই গোলা বানিয়ে দফারফা করে দেয় শুকরছানাদের। এবারের ভিলেনরা নেমেছে আটঘাট বেধে।বিশাল যন্ত্রপাতি লাগিয়ে ওয়ার্মহোল বানিয়ে চুরি করে পাখিদের সাধের ডিম।কিন্তু পাখিরাও বুদ্ধিতে কম যায় না। শূকরের পিছে পিছে পৌঁছে যায় মহাকাশে। আর চলতে থাকে এংরি বার্ডসদের ক্ষোভের বিস্ফোরন।
এবারের গেমে খেলতে হবে বুদ্ধি করে।কারণ আগের গেমগুলোতে পৃথিবীতে খেলা হয়েছিল, তাই মধ্যাকর্ষণের টানে পাখিগুলো নিচে নেমে আসতো, ফলে হিসাব করা সহজ ছিল।কিন্তু মহাকাশে কোন মধ্যাকর্ষণ নেই, আবার তার মাঝে ছড়িয়ে আছে নানা গ্রহ গ্রহানু, যাদের আছে নিজস্ব মধ্যাকর্ষণ, ফলে এবার খেলা আরো উত্তেজনার, কারণ খালি মহাকাশে বস্তু যায় সোজা,কিন্তু আবার গ্রহের টানে সেই গতিপথ যায় বেঁকে। ফলে এবার খেলায় বুদ্ধি লাগবে বেশি, কষ্টও বেশি, আর তাই মজাও বেশি!!
আর এবার পাখিদের বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে। কারণ প্রতিপক্ষ এবার শক্তিশালী। তাই সব পাখিরা সজ্জিত হয়েছে বিশেষ পোশাক আর স্পেসসুটে। একেবারে হই হই রই রই কান্ড। আর যুক্ত হয়েছে একটি নতুন পাখি - আইস বার্ড(এইডার দেহা পাইলাম না, কারণ এর আগেই ডেমো শেষ..............)। আর বাকিদের মধ্যে আছে সাধারণ ছোট পাখি,গতিশীল পাখি,তিন ভাগে ভাগ হয়ে যাওয়া পাখি আর বোমারু পাখি।
এই লন কাহিনীঃ
এইখান থেকে নামিয়ে নিন ডেমো ভার্সনঃ http://download.angrybirds.com/ (এইখানে সব এংরি বার্ডস এর ডেমো পাবেন)
বিঃ দ্রঃ মাত্র কালকে বাইরাইসে তাই সিরিয়াল কি পাইলাম না। মেজাজটা বিলা হয়া আছে। শালার মজা মাত্র জমতাসিল এই সময়ে........... বেরসিকের লাহাইন সিরিয়াল কি চায়.......... ।মাত্র ১৫ লেভেল খেলা যায়। আরো কয়দিন অপেক্ষা করা লাগবো সিরিয়ালের লেইগা। তয় কেউ যদি ফুল ভার্সন চান আগেরগুলার.......... নিচের লিঙ্কে ক্লিকানঃ
এংরি বার্ডস ক্লাসিক : http://www.mediafire.com/?asq8z12s9qlndsj
এংরি বার্ডস রিও : http://www.mediafire.com/?8ns2ben5e95s3nx
এংরি বার্ডস সিসনস : http://www.mediafire.com/?e7njjykog3w94hr