কতদিন ধইরা সামু ফেবু দুই জায়গাতেই বহুত লাফালাফি দেখলাম বাংলাদেশ আর পাকিস্তানরে লইয়া ........... কয়জনে বিশাল চেতা বাংলাদেশি পোলাপান ক্যান 'ফাকিস্তানরে' সমর্থন দেয় ........ আবার কয়জনে দেখলাম এক্কেরে মুখ খুইলা গালাগালি দিতাসে অই পোলাপাইনডিরে ....... দেইখা হাসুম না কান্দুম বুঝতাসি না .......
যাকগা...... যেটা বলতে এসেছি সেইটা বলি......... সবার যেটা কথা সেটা হচ্ছে, ১৯৭১ সালে যারা আমাদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছে, তারা আর এরা এক ই জাতি তার মানে এরাও একই দোষে দোষী .......... শুনে একটা ব্যাপার বুঝলাম না তাদের আগের জমানার মানুষের অপরাধের জন্য তাদের দোষ কেন ......... আপনার দাদা যদি রাজাকার হয় ........ তাহলে আপনাকেও তো আমি বলতে পারি 'তুই রাজাকার'..... কারণ আপনার দাদা রাজাকার , সুতরাং আপনিও .......... কুখ্যাত পরিমলকে ফাসি দেওয়া হচ্ছে ......... আপনাকেও দেওয়া যায় ........ কারণ আপনি বাঙালি ....... সেও বাঙালি ....... ইসলাম এর একটা গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে যার যার অপরাধের দায় তাকেই বহন করতে হবে , যে অপরাধ করেনি , তার কোন অপরাধ হবে না ........... আর আপনি দেশকে সমর্থন দেন , খুব ভালো কথা , এটাই হওয়া উচিত ........... তাই বলে অন্য দলকে ঘৃণা করবেন ?? সেই সঙ্গে তাদের সমর্থকদেরও?? তাহলে আপনি কিসের মানুষ ????? আমি পাকিস্তানকে সমর্থন দিতে বলছি না ........ ধরুন আপনি কড়া ব্রাজিলের সমর্থক , এখন যদি আপনার সাথে কোন আর্জেন্টাইন সমর্থকের দেখা হয় ........ আপনি কি তাকে অমানুষ ভাববেন ??? অবশ্যই যারা আমাদের ওপর অমানবিক অত্যাচার চালিয়েছিল ....... তাদের প্রতি ঘৃণা......... তাই বলে কি সব মানুষ এক ?????? এতই যখন আত্মসম্মান ....... তাহলে আমেরিকানদেরও ঘৃণা করুন ......... কারণ তারা তো ১৯৭১ সালে পাকিস্তানকে সমর্থন দিয়েছে ........... মানুষের শুধু খারাপ দিকটাই চোখে পড়ে ....... ভালো দিকটা পড়ে না .........