আজকে ইন্টারনেটে কতোগুলো জিনিস খুজে দেখার সময় হঠাৎ একটা জিনিস মাথায় এল সেটা হচ্ছে প্রযুক্তি বিপননের নামে ব্যাবসা । বলা বাহুল্য আমি কতোগুলো প্রযুক্তি পণ্যের ব্যাপারে খোঁজখবর নিচ্ছিলাম । দেখলাম যে বাংলাদেশে যেসব পণ্য আনা হয় , তা অন্তত ২ বছরের পুরনো প্রযুক্তি আর বিশ্বে আসুস আর ডেলের মনিটর বেশি চলে আর বাংলাদেশে কিনা স্যামসাঙ এর মনিটরে সয়লাব । আমি সবচেয়ে অবাক হই যখন দেখি আইপিএস প্যানেল এর মনিটর নাকি বাংলাদেশে নেই যেখানে আইপিএস প্যানেল হচ্ছে সবচেয়ে ভালো প্যানেল মনিটর এর জন্য । আর অন্যান্য ছোটখাট ব্যাপারে বাদ দিলেও আরেকটা জিনিস আমাকে অবাক করে সেটা হচ্ছে বাংলাদেশে কোন ব্র্যান্ড এর কোন জিনিসের আমদানিতে কোন শৃঙ্খলা নেই । এ কোত্থেকে কি আনছে আবার সে আরেক জায়গা থেকে ওটা আনছে ।
আর আইডিবি ভবনের দোকানগুলো নিয়েও আমার অভিযোগ আছে সেটা হচ্ছে আবারো একই সমস্যা , সেটা হচ্ছে শৃঙ্খলা । আমি বুঝি না কম্পিউটার মার্কেটে সিডির দোকান কি করে। আর পৃথিবীতে যেকোনো পণ্য উৎপাদনে সবচেয়ে আগে গুরুত্ব পায় কারা সেটার উৎপাদনকারী অর্থাৎ জিনিসটা কাদের তৈরি । অথচ বাংলাদেশে গুরুত্ব পায় কে কত বড় আমদানিকারি । একজন মানুষের পক্ষে কি সম্ভব কে ঠিক কোন জিনিসের আমদানিকারক সেটা জেনে বাজার করা ? অথচ দোকানগুলোতে বড় বড় হরফে শোভা পাচ্ছে আমদানিকারকের নাম । মূল প্রতিষ্ঠানের কোন খবর নেই । আর এখানে সেখানে গজিয়ে উঠেছে ছোট ছোট দোকান যাদের কোন অভিজ্ঞতা নেই কোন প্রযুক্তি সম্পর্কে ধারনা নেই । খালি কতোগুলো ল্যাপটপ সাজিয়ে রেখে বসে পড়েছে ব্যাবসা করতে । কেউ নেই এতবড় একটা মার্কেট কে নিয়ন্ত্রণ করতে । খালি আছে বড় বড় কথা আর অযথা সভা সেমিনার । ছাতার ডিজিটাল বাংলাদেশ !! বেটা ইন্টারনেট এর দাম কমাইতে পারলো না আবার ডিজিটাল বাংলাদেশ । উস্টা মারি এইরম নির্লজ্জ রাজনীতিবিদদের ।