সেদিন এক স্যারকে জিজ্ঞেস করেছিলাম, স্যার শিক্ষিত মানুষের কথাবার্তা হয় ভদ্র, মার্জিত, বিনয়ী। আমাদের প্রধানমন্ত্রীতো অ-নে-ক শিক্ষিত, উনার বেলায় কি এই সূত্র কাজ করে না?
স্যার মুচকি হেসে বলেছিলেন, "উনি বর্তমান সার্টিফিকেটগুলো যেভাবে যোগাড় করছেন, আগেরগুলোও যদি তাই হয়, তবে খামাখা শিক্ষার দোষ দিয়ে লাভ নেই।"
অনেক আগে শুনেছিলাম, বাংলাদেশের সর্বোচ্চ আদালত নাকি উনাকে প্রাতিষ্ঠানিকভাবে "Wrong Headed" স্বীকৃতি দিয়েছিল।
গত তিনবছরে আদালতের উপর উনার অগাধ আস্থার বহিঃপ্রকাশ আমরা দেখেছি। এখন দেখছি আদালতের প্রতি শ্রদ্ধাশীল আমাদের প্রধানমন্ত্রী সেই রায় প্রতিষ্ঠিত করার জন্য কি চেষ্টাই না করে যাচ্ছেন।
প্রধানমন্ত্রীর জন্য একটি ছোট্ট পরামর্শ: আপনার সহায়ক হতে পারে "ফার্মফ্রেশ"
"দুধ খাও, এগিয়ে যাও"।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১২ রাত ১১:২৬