ইউরোপীয় ইউনিয়ন পাকিস্তান কে বন্যার ক্ষতি পোষানোর জন্য পোষাক রপ্তানীর ক্ষেত্রে কিছু বাড়তি সুবিধা দিতে চেয়েছিল, যা বাংলাদেশে একাই থমকে দিয়েছে বলে খবর বের হয়েছে। আমি বাংলাদেশ সরকার কে এমন সাহসী পদক্ষেপের জন্য ধন্যবাদ দিতে চাই।
"Bangladesh blocks EU help for flood-affected Pakistan"
Click This Link
হ্যা, এখনে কেউ কেউ বলবেন, মানবিকতার দিক থেকে এটা বাংলাদেশের ঠিক হয় নি। আমিও কিছুটা একমত। কিন্তু, মনে রাখতে হবে, এটা পাকিস্তান, যেই দেশ নানা ভাবে বাংলাদেশকে ধমিয়ে রাখতে চেষ্টা করে যাচ্ছে। রাজাকারদের বিচারের বিরুদ্ধে নানা ভাবে লবিং করেছে, বাংলাদেশের শ্রম বাজার নষ্ট করছে (ভারত ও করছে)। এ দেশে আই,এস,আই দিয়ে সন্ত্রাসের বীজ বপন করেছে। সবার উপরে ৭১ সাল তো আছেই। তার চেয়ে ও বড় হচ্ছে, যদি পাকিস্তান এক তড়ফা সুবিধা পায়, তাহলে বাংলাদেশের পোশাক খাত ক্ষতি গ্রস্ত হতে পারে।
পাকিস্তান যদি এ ব্যাপারে ছাড় চায়, তাহলে বাংলাদেশের সাথে তাদের দর কসাষিতে আসতে হবে। এর আগে ভারত পাকিস্তানের এই রকম প্রস্তাবে ভেটো দিত। কিন্তু, এভার ভারত ভেটো দিচ্ছে না। কারন পাকিস্তান আর ভারত দরাদরি করে ঐকমত্য হয়েছে এবং ভারত পাকিস্তানকে গ্রীন সিগনাল দিয়েছে যে তারা ভেটো দিবে না ।
আমি বলব, বাংলাদেশ যেন কোন ছাড় না দেয়, আর যদি দেয় তাহলে বাংলাদেশের সর্বোচ্চ সার্থ আদায় করে যেন দেয়।
নোটঃ বানান ভুলের জন্য ক্ষমা করবেন।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১১ দুপুর ১২:৫০