প্রিয় পাঠক বলতে পারেন...প্রথম আলো এত বিষ লাগলে পড়ছ ক্যা...অন্য কিছু পড়। হেহে। প্রথম আলো পড়ি...সরকার ও তার Allied Foreign Power কি বলতে ছায় এইটা বুঝতে...সমঝে?
এখন বলি আজকে কেন আমার মেজাজ পাখিটা...কিচির মিচির কইরা উঠল। ইলেকশনের পর থিকা সকল...মারামারি কাটাকাটি news এর লাস্টে...এক্তা common লাইন পাবেন...”২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতা পাবার পরো...এই এলাকায়...এইরকম...মাইরপিট হইছিল।“ আমার কথা হইল...”তাইলে কি এই মারাইর হালাল হইয়া গেলো কিনা...আর প্রথম আলো যেমনে লেখতেছে...তাতে আপনার মনে হইতে পারে...এই মাইরটা দেয়া ফরযে আইন ছিল...অনেকটা কাজা মাইর আদায় করার মত...”।
আমরা কি তাইলে একটা মাইরপিটের লুপের মইধ্য পইড়া গেলাম। তবে আওয়ামী আমলে মাইরপিটের মধ্য একটা চেঞ্জ আসে। বিএনপি ক্ষ্মতায় থাকলে বিএনপি vs. আওয়ামী লীগ ফাইট হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগ(মাদারীপুর) vs. আওয়ামী লীগ(শরীয়তপুর/ বরিশালগ্রুপ) ফাইট হয়।
আরেকটা জিনিশ শুরু হয়...লাগামহীন তেলবাজি। যেমনঃ বিগত আমলে ধানকন্যা, পাট কন্যা, মুসুরডাল কন্যা উপাধি, উরাধুরা বৈদেশিক ডিগ্রি। আর এখন শুরু হইছে আরও আলফা লেভেলের তেলবাজিঃ “Zia international Airport কে রাসেল international Airport করা হোক, শেখ মুজিবের কবর ঢাকায় স্থানান্তর করা হোক।"
বেচারা মুজিবের মুখে তার মেয়ে, নাতি, পারটি সবাই মিলা চুন কালি মারতেছে...এতেও শান্তি নাই...এখন কবর নিয়াও টানাটানি। আফসোস!কবরে Newspaper service থাকলে তিনি নিশ্চয় তার মেয়ে-নাতির লুজ পররাষ্ট্রনীতি আর ছাত্রলীগের কীর্তি দেইখা রাগে ফোস ফোস করতেছেন।কি শিখায়া আসলাম আর কি করতেছে!
আজকের প্রথম আলো যেইটা করছে...এইটারে বলা যায়...ডিস্ক্রিট থিওরী। লোকজনের মনযোগ গতকালের মাইরপিট থিকা সরায়া...গত ৩০ বছরের ছাত্ররাজনীতির মইধ্যে ছাইরা দেয়া। ২ টা পাশাপাশি ছবি...একটা ২০০১ এর বিএনপি ক্যাডারদের...আরেক্টা ২০০৯ এর লীগ ক্যাডারদের। আর নিচে একটা ছবি...”গতকালের অস্ত্রধারী গ্রেফতার”।
সরকারের দিক থেকে ২ টা +ve নিউজ...১টা নেগেটিভ।আর প্রথম আলো সবদিক ব্যালেঞ্চ করছে মাঝখানে “প্রধান্মন্ত্রী ছাত্রলীগ সাম্লাইতে পারলেন না” এইটা দিয়া।গতকালের লিড নিউজেও কয়েক যায়গায় “সন্ত্রাসী” শব্দটা লেখা...সুকৌশলে ছাত্রলীগ শব্দটা অমিট করা হইছে!
আমার মনে হয়, প্রধান্মন্ত্রী শুধু ছাত্রলীগ না...আওয়ামী লীগ...সরকার...দেশ...কি্সুই সামলাইতে পারতেছেন না। আওয়ামী লীগে এখন দুই পারটি...”ক্ষমতাপ্রাপ্ত” আর “ক্ষমতাবঞ্ছিত”।২৩৫ জন এমপির মইধ্যে ৩৫ জন ”ক্ষমতাপ্রাপ্ত”। সবচেয়ে বড় বিরোধিদল “ক্ষমতাবঞ্ছিত”আওয়ামী লীগ(২০০)
আর বিএনপি? হাহ!...সংসদের সামনের বেঞ্ছ নিয়া মারামারি করতাছে...এদেরকে পাটি বিছায়া...স্পিকারের সামনের খালি যায়গায় বসাইলেই হয়...মামলা ডিসমিশ!
আমি এইটা বুঝিনা AL vs. BNP কেন compare করতে হবে...”তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন?” মনে হয় ভুল বল্লাম...এখন ডিজিটাল বাংলাদেশে সব টাল হইয়া গেছে “হবে...”তুমি অধম হইলে আমি ততোধিক অধম হইব না কেন?” আমরা কি একটা জংলী জাতি?
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০০৯ সকাল ৮:১৮