বন্ধুদের জানালাম বান্দরবান সম্পর্কে। কোন ফল হলোনা। আমি আশা হত.... কিন্তু আমি আশা ছেড়ে দিলাম না। আশায় রইলাম একদিন পাহাড়ে যাব, আর মন বলতো "কবে যাব পাহাড়ে; আহারে... আহাড়ে..."।
তারো অনেক দিন পর ১লা আগস্ট ২০০৬ প্রথম আলোর বেড়ানো বিভাগে পেলাম "সুদর্শন সিপ্পি"। এইবার আমার মাথা পুরা আউলা-জাউলা হয়ে গেছে। আবার বন্ধুদের বললাম.... এবারোকোন কাজ হলোনা। তবুও মন বলে "কবে যাব পাহাড়ে; আহারে... আহাড়ে..."।
আস্তে আস্তে দিন গড়াচ্ছে আর আমার স্বপ্ন বড় হচ্ছে।
আমার একটা ব্যাড হ্যবিড হচ্ছে নেট থেকে ছাবি নামানো। গুগোলে একদিন "BANDARBAN" লিখে সার্চ দিলাম। জালে অনেক ছবি ধরা দিল। বন্ধুদের সাথে ছবি গুলি সেয়ার করলাম। আমি এ পর্যন্ত গুগোল, পিকাসা, ফ্রিকার থেকে বান্দরবানের অনেক ছবি নামিয়েছি আর ভাবি "কবে যাব পাহাড়ে; আহারে... আহাড়ে..."। এর পর পেলাম ঘুগোল আর্থ। এটাদিয়ে আমি বান্দরবান পুরা ছষে ফেলেছি। এখান থেকেও আমি অনেক ছবি নামিয়েছি ও বন্ধুদের সাথে সেয়ার করেছি। বন্ধুদের মন একটু একটু গলতে শুরু করছে।
গুগোলে আর এক দিন "বান্দরবান" লিখে সার্চ দিলাম। পেয়ে গেলাম সামহোয়ার ইন। বান্দরবান সহ আরো বেশ কিছু লেখা পড়লাম, ভালো লগলো, রেজিস্টেশন করলাম। এভাবেই অনেক দিন গেল। এবার আমার মন্তব্য করার ইচ্ছা জাগলো কিন্তু মন্তব্য করতে পারছিনা। সাথে সাথে এটা লেখা পোস্ট করলাম... দুই দিন পর দেখতে পেলাম আমাকে মন্তব্য লেখার জন্য কলম দিয়ে দিয়েছে।
গত রোজার সময় ঠিক হল ঈদের পর আমরা বান্দরবান যাব। এবার আমার মন বলছে "এবার যাব পাহাড়ে আহারে.... আহারে..." কিন্তু না কোথা থেকে যেন এক দমকা হাওয়া এসে বান্দরবানকে নিয়ে গেল ভারতের দার্জিলিং এ। রোজার ভেতরেই দার্জিলিং এর প্রোগ্রাম বাদ হয়ে গেল প্রচন্ড ঠান্ড ও দাংগার কারনে। চলে গেলাম রাংঙ্গামাটি। বান্দরবানের এত কাছ থেকে ফিরে যাচ্ছি...... মনটাই খারাপ হয়ে গেল।
গত কোরবানীর ঈদের পর গিয়েছিলাম শ্রীমঙ্গলে। দুদিন থেকে ফিরে আসি আমরা। আবার ব্যাস্ততা................
কিছু দিন আগে সৌম্য ভাইয়ের "ট্রেকিং এ যাচ্ছি বৃহঃস্পতিবার। কেউ যাবেন?" পোষ্টা পড়লাম...........
তাকে জানালাম আমি যেতে চাই................................
নানান জলপনা কল্পনার অবসান ঘটিয়ে আজ রাতে বের হচ্ছি বান্দরবানের উদ্দের্শে।
"এবার যাচ্ছি পাহাড়ে... আহারে... আহারে................"।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৫:৫২