ইন্টারনেটে যারা নতুন তাদেরই মূলত ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যাত্রা শুরু হয়। তারপর অজ্ঞতার কারণেই হোক অথবা অভ্যস্ততার কারণেই হোক তারা ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার করতে থাকেন। বুঝতেও পারেন না এই ব্রাউজারটা তাদের জন্য কতটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন সমস্যা ও নিরাপত্তা ফাটল ব্যবহার করে ব্যবহারকারীদের হ্যাকার, ক্রাকার, স্ক্রিপ্টকিডি ও অসৎ ওয়েব নির্মাতারা ব্যবহারকারীদের আক্রমন করেন। সম্প্রতি ইন্টারনেট এক্সপ্লোরার ৭ এর এই নিরাপত্তা ব্যবস্থায় এতই বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে যে স্বয়ং মাইক্রোসফটও ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহারে সবাইকে কিছুদিনের জন্য নিরুৎসাহীত করেছেন। মাইক্রোসফট ব্যবহারকারীদের বিকল্প ব্রাউজার ব্যবহারের নির্দেশনা দিয়েছেন। তেমনি বিকল্প কিছু ব্রাউজারের নাম ডাউনলোড লিংক দিচ্ছি-
১) মজিলা ফায়ারফক্স (Mozilla-Firefox)
নিরাপত্তা ও বিশেষ বিশেষ সুবিধার জন্য সচেতন ব্যবহাকারীদের কাছে প্রিয় হয়ে ওঠছে মজিলা ফায়ারফক্স। এই ব্রাউজারটি যেমন দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহারের সুবিধা দেয় তেমনি আপনার অনলাইন ব্রাউজিং এ নিরাপত্তা সমস্যার একটা ভাল সমাধান দিচ্ছে। এর এক্সটেনশন সুবিধা ব্যবহার করে আপনার ব্রাউজারকে করতে পারেন আরো কার্যকরী ও সুন্দর।
চমৎকার এই ব্রাউজারটি ডাউনলো করতে এখানে ক্লিক করুন ।
২) অপেরা (Opera)
অপেরা ব্যবহারকারীদের কাছে বেশী জনপ্রিয় এর গতির কারণে। এই ব্রাউজারটি ব্যবহার করে আপনি এর গতি দেখে চমৎকৃত হবেন। তবে এর জন্য আপনার পিসিটিকে একটু ভাল মানের হতে হবে। তবে এই ব্রাউজারটি দিয়ে অনেক সাইট ব্রাউজ করতে গেলে সমস্যায় পড়তে হয়। বিশেষ করে জাভাস্ক্রিপ্ট সম্পর্কি বিষয়ে এটি ভাল ফল দেয় না। তথাপিও এটি হতে পারে ইন্টারনেট এক্সপ্লোরারে বিকল্প ব্রাউজার।
অপেরা ডাউনলোড করতে এখানে এখানে ক্লিক করুন ।
৩) ফ্লক (Flock)
ফ্লককে বলা হয় সোস্যাল ব্রাউজার। মূলত মজিলা ফায়াফক্সের উপর ভিত্তি করে এই ব্রাউজারটি তৈরি করা হয়েছে। ভেতরের ইঞ্জিন পুরোপুরিই মজিলার। সুতরাং মজিলার প্রায় পুরোটুকু সুবিধাই এতে পাবেন। বাড়তি সুবিধা হিসেবে চমৎকার ইন্টারফেস ও সোস্যাল নেটওয়ার্কিং সাইটগুলোর সুবিধাগুলো ব্যবহার করার অপশন।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
আশা করি সবাই মনের মত ব্রাউজার বেছে নিতে পারবেন। তবে কোন ভাবেই আর ইন্টারনেট এক্সপ্লোরার নয়....
---
কম্পিউটার গ্রুপে প্রকাশিত।