গত কয়েকদিন দিন ধরে ফটোগ্রাফি নিয়ে পড়ছি। ফটোগ্রাফির উপরে চার/পাঁচটা চমৎকার বই ডাউনলোড করেছি। সময় পেলেই ওগুলো নিয়ে বসি। ক্যামেরা কেনা দরকার। একটা বইয়ে কিধরনের ক্যামেরা ভাল কিরকম হওয়া উচিত ইত্যাদি ইত্যাদি নিয়ে বহু তথ্য রয়েছে। সেই অনুযায়ী ক্যামেরা খুঁজেও পেয়েছিলাম। কিন্তু দাম দেখে ভীমরি খাওয়ার জোগার! আপাতত ২০-২৫ হাজারের ভেতরে কিনতে চাচ্ছি (ডিজিটাল)... এর ভেতরে কোনটি বেটার হবে সেটা বুঝতে পারছি না। যারা ক্যামেরা ব্যবহার করে অভ্যস্ত, তাদের কাছে পরামর্শ চাচ্ছি। দাম, কোথায় পাওয়া যাবে, সুবিধা অসুবিধা ইত্যাদি বিষয়ক তথ্য দিয়ে সাহায্য করলে উপকৃত হবো।
অগ্রিম ধন্যবাদ এবং একটা উপহার-
----
সবার মতামত থেকে চয়েস লিষ্ট বানাচ্ছি-
*** Canon EOS 40D (D-SLR)
(এটা নিয়ে নতুন করে ভাবতে বসে গেলাম... searching...)
আরো তথ্য ...
১) ...(শেষ পর্যন্ত কম দামে সেরা মনে হলো nikon d40 )
- দাম: ২জিবি মেমোরি কার্ড সহ ৩৩,৫০০/-
- ভাল দিক: হাই কোয়ালিটি.. বাজারে এখন এটিই সবচেয়ে কম দামের ডিএসএলআর । যারা ফটোগ্রাফি ভূবনে নতুন তাদের জন্য এটি খুবই উপযোগী একটি ক্যামেরা।
- সীমাবদ্ধতা:
১. এর ফ্রেম রেট মাত্র ২.৫ fps।
২. এটা শুধুমাত্র DX সিরিজের লেন্স সাপোর্ট করে যা তুলনামুলকভাবে বেশী দামের।
৩. D40'র ইমেজ প্রসেসর CCD। প্রফেশনাল ইমেজিং এর জন্য CMOS দরকার।
৪. এর সাইজটাও ঠিক প্রফেশনাল নয়। খুবই ছোট। আমি ১৮-২০০ লেন্স ব্যাবহার করে দেখেছি ঠিকমতো ব্যালেন্স হয়না।
৫. এটা মাত্র ৬ মেগাপিক্সেল।
(এই তথ্যগুলোর জন্য রোকনকে ধন্যবাদ।)
....আরো তথ্য এবং ছবি ।
....আরো তথ্য-
Amazon.com - Nikon D40 dSLR Kit w/ 18-55mm lens + 55-200mm lens $452.19 shipped Click This Link
ছবি: Nikon D40 with new 18-55mm lens
২) নিকন পি-৫১০০ (ডিএসএলআর)
- ভাল দিক: কম দামের ভেতরে ডিএসএলআর
- খারাপ দিক (ওয়েবে সার্চ করে দেখতে হবে..... )
৩) ক্যানন ইওএস ৪০০ /নিকন ডি ৪০/৫০ (ডিএসএলআর)
- ভাল দিক: ল্যান্স ছাড়া কিনলে দাম কমে যাবে.. বাইরে থেকে আনালে ২৫/৩০ এর ভেতরে পাওয়া যেতে পারে।
- খারাপ দিক ...(ওয়েবে সার্চ করে দেখতে হবে)
৪) ক্যানন পাওয়ার সট গি-৯ (ডিএসএলআর)
- ভাল দিক: ক্যাননের ডিএসএলআর .. ভাল
- খারাপ দিক দাম বেশী
৫) sony dsc w55 (পয়েন্ট অ্যান্ড শুট)
- ভাল দিক: দাম, সাইজ এবং ওজন কম,
- খারাপ দিক পারফরম্যান্স তুলনামূলক ভাবে কম..
৬) সনির (কৌশিক দা মডেলটা মনে করার চেষ্টা করতাছে, দাম ৩৩ হাজার টাকা) :
- ভাল দিক: বেশী ভাল (কৌশিক দা কইছে )
- খারাপ দিক: দেখলে বেহুশ হয়ে যাওয়ার সম্ভাবিলিটি নাকি ব্যাপক ভাবে হ্যাজ! (তাও কৌশিক দা কইছে )
৭) Sony DSC-H7 , 15x zoom, 8.1 mp
ভাল দিক: 15x zoom, 8.1 mp (হাই কোয়ালিটি)
খারাপ দিক: দাম বেশী
৮) নাইকনের সেকেন্ড হ্যান্ড :
- ভাল দিক ৩৯ হাজারের ক্যামেরা ২০ হাজারে পাওয়া যাবে
- খারাপ দিক: সখের জিনিষ সেকেন্ড হ্যান্ড হইলে ক্যামনে হয়!?
৯) ক্যানন ৯৫০টিআই/ ৮৫০
- ভাল দিক : দাম কম
- খারাপ দিক: পারফরমেন্স ভাল না
১০) ক্যানন ৯৭০
- ভাল দিক : কিউট ক্যামেরা : )
- খারাপ দিক: (ওয়েবে সার্চ করে দেখতে হইবেক)
১১) ক্যানন এস সিরিজ (এস ৫ থেকে এস ৩ বেটার হবে...) সাথে ট্রাইপড নিতে হবে।
- ভাল দিক : কাজ চালানোর মত ভাল (দাম ২০-২২ এর ভেতরে)
- খারাপ দিক: .....
১২) Canon EOS 1Ds Mark 2 (ডিএসএলআর)
- ভাল দিক : বর্তমানে সবচেয়ে সেরা
- খারাপ দিক: দাম প্রায় ৫ লাখ টাকা!
...
ডিজিটাল ফটোগ্রাফি গ্রুপে প্রকাশিত।