মুহাম্মদ ইবনে উবায়দ আল কিন্দী বলেন,আমি হযরত আলী(রাঃ) কে,ইবনুল কাওয়াকে লক্ষ্য করে বলতে শোনেছিঃপ্রবীণরা কি বলেছে জানো?তোমার বন্ধুর প্রতি বন্ধুত্ব প্রদর্শন করতেও সীমার মধ্যে থাকবে,কালে হয়তো সে তোমার শত্রুতে পরিণত হবে।
এবং তোমার শত্রুর প্রতিও শত্রুতা পোষণ করতেও সীমার মধ্যে থাকবে।কালে হয়তো সে তোমার বন্ধুতেও পরিণত হবে।
আল আদাবুল মুফরাদ, ১৩৩৮,পৃষ্ঠা ৫৭৪।
যায়িদ ইবনে আসলাম তার পিতার প্রমুখাৎ বর্ণনা করেন যে, হযরত উমর(রাঃ) বলেছেনঃতোমার বন্ধুত্ব যেন কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়।আর তোমার শত্রুতা যেন কারো ধবংসের কারণ হয়ে না দাঁড়ায়। আমি বললামঃ তা কিভাবে হতে পারে?
তিনি বললেনঃযখন তুমি কারো বন্ধু হও তখন তোমার বন্ধুসুলভ আবদার শিশুসুলভ জেদে পরিণত হয়,আর যখন তুমি তোমার সাথীর শত্রু হও,তখন তার ধবংস তোমার কাম্য হয়ে দাঁড়ায়।
আল আদাবুল মুফরাদ,১৩৩৯।৫৭৫ পৃষ্ঠা।
হযরত আবূ হুরায়রা(রাঃ) বলেন,নবী করিম(সাঃ) বলেন,আমার উম্মতের মধ্যে দুষ্ট লোক হলো তারা যারা কেবল ফরফর করে কথা বলতে থাকে,যারা চেপে চেপে কথা বলে,যারা কোনদিকে দিকপাত না করে অবলীলাক্রমে বলে যেতে থাকে।আর আমার উম্মতের মধ্যে উত্তম লোক তারা যাদের চরিত্র উত্তম। আল আদাবুল মুফরাদ, ১৩২৪/৬৩৪ নং অনুচ্ছেদ,৫৭০ পৃষ্ঠা।
মহান আল্লাহ সুবহানাতা'আলা আমাদের এর উপর অনুসরণ করবার তৌফিক দিন।
আমীন।