এবারের বইমেলায় অনেকটা অপ্রত্যাশিত ভাবেই আমার প্রথম বই আসছে, ছয়টি গল্প নিয়ে ‘ভৌতিকতা’। দীর্ঘদিন ব্লগ এবং লেখালেখি থেকে দূরে ছিলাম, তারপরেও ফেসবুকে সেদিন ঢুকে অনেকের মেসেজ দেখে আনন্দে চোখে জল এল। কেউ কেউ এখনো মনে রেখেছে যে ত্রিনিত্রি নামের এক নবীন ব্লগার কিছু সময়ের জন্য ব্লগে ছিলো। সামহোয়ার ইন ব্লগ দিয়েই আমার লেখালেখির যাত্রা শুরু, সামহোয়ার ইন ব্লগের ব্লগারদের দেখেই আমি প্রথম সাহস করেছিলাম কিছু একটা লেখার; আমার যা কিছু লেখা, সবই এই ব্লগের হাত ধরেই। ভূতের গল্প লেখা শুরুও করেছিলাম এই ব্লগের ব্লগারদের অণুপ্রেরনা পেয়েই। রেজোওয়ানা আপুর কমেন্টটা এখনো মনে আছে, “আপুরা নাকি কবিতা আর প্রেম ছাড়া কিছু লিখতেই পারে না, ত্রিনিত্রি তুমি ভূত নিয়েই লিখতে থাকো”।
লেখক মাত্রেই স্বপ্ন একুশে বইমেলায় একটা বই প্রকাশের। নিজেকে লেখক বলার ধৃষ্টতা করছি না, তবে “মেঘ না চাইতেই বৃষ্টি”র মত প্রথম বই একুশে বইমেলায় যে আসছে তার জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা। আর ধন্যবাদ জানাই ব্লগের সবাইকে যারা আধিভৌতিক অথবা পুরো ভৌতিক অথবা কল্পনার গাছপাথর মার্কা গল্প গুলো ভালোবাসার সাথে গ্রহন করে আমাকে আরো লেখার উৎসাহ দিয়েছে।
বইটা ইনশাল্লাহ কালকে থেকে ঐতিহ্যের স্টলে পাওয়া যাবে। কমিক বইএর রিভিউ লেখা আমার একটা প্রিয় বিষয় ছিলো। নিজের বইএর রিভিউ আর লিখছি না, তবে আশা করি গল্পগুলো সবার পছন্দ হবে। ব্লগের কিছু ছোট গল্পের সাথে নতুন কিছু গল্প নিয়েই আমার “ভৌতিকতা”।
.......................................................................................................
এক নজরে বইটিঃ
নামঃ ভৌতিকতা
বিষয়ঃ বরাবরের মতই ভূত আর না বিশ্বাস করলে কিছুই না।
কাদের জন্য?: যারা বিশ্বাস করুক আর না করুক, ভয় পাক আর না পাক, অদ্ভূত কান্ডকারখানা শুনতে ভালোবাসে এবং অপরকে জমিয়ে বলতেও ভালোবাসে।
প্রকাশনীঃ ঐতিহ্য (বইমেলা স্টল ৩৪৫, ৩৪৬, ৩৪৭)
প্রচ্ছদঃ ধ্রুব এষ
পৃষ্ঠাঃ ১১২
মূল্যঃ এমন কিছুই না, অতি নগণ্য।
......................................................................................................
বইমেলায় তো আপনারা যাবেন জানিই, আশা করি একবারের জন্য হলেও ঐতিহ্যের স্টুলে ঢুঁ মেরে আমার সন্তানতুল্য প্রথম বইটি দেখবেন।
যাদেরকে বিশেষ ধন্যবাদ না জানালে আমার এ লেখা অসম্পূর্নঃ
ব্লগার গাব্রিয়েল সুমনঃ যিনি প্রথম গুদামে গিয়ে আবিষ্কার করেন যে আমার বইটা সত্যি আসছে।
ব্লগার নীরবঃ এর মত একটা ছোট ভাই থাকলে আর মানুষের কিছু লাগে না।
ব্লগার কথক পলাশঃ হারানোর পরেও যার কারণে হারাতে পারিনি, বড় ভাই এর দায়িত্ব পালন করে নিয়মিত খুঁচিয়ে গেছেন কিছু একটা লেখার জন্য।
ব্লগার টিনটিনঃ যার ব্লগ পড়ে আমি ভৌতিক কিছু একটা লেখার উৎসাহ পাই।
ব্লগার ড্যানীঃ এখনো আমাকে খোঁচায় কেন আমি থাইল্যান্ড ভ্রমন কাহিনী লেখা শুরু করেও শেষ করতে পারিনি।
ব্লগার বোকা ছেলেঃ এক বিন্দু ভূত বিশ্বাস করে না এবং ভূত কেন আমার পছন্দ তা নিয়ে চরম বিরক্ত, কিন্তু সব গল্পের প্রথম পাঠক।
যারা চরম ধৈর্য নিয়ে আমার ভৌতিক লেখা পড়েছেন এবং যাদের উৎসাহে আমার কল্পনা ডালপালা মেলে গল্পে রূপ নিয়েছেঃ
ব্লগার রিয়েল ডেমোন
ব্লগার রেজোওয়ানা
ব্লগার সুরঞ্জনা
ব্লগার সরলতা
ব্লগার জুলভার্ণ
ব্লগার রোবট ভিশন
ব্লগার মেঘদূত
ব্লগার আকাশটালাল
ব্লগার মাহী ফ্লোরা
ব্লগার সায়েম মুন
ব্লগার খুশবু
ব্লগার মাহমুদা সোনিয়া
ব্লগার শশী হিমু
ব্লগার অণুজীব
ব্লগার ইনকগনিটো ( ওরও চমৎকার একটি বই আসছে এবার)
ব্লগার কালীদাস
ব্লগার নিয়ম ভাঙার কারিগর
ব্লগার আমিনুল ইসলাম
ব্লগার ইলুসন
ব্লগার মুহিব
ব্লগার স্মৃতির নদীগুলো এলোমেলো
ব্লগার ইষ্টিকুটুম
ব্লগার পুচকে ফড়িং
ব্লগার অভ্রমালা
ব্লগার কাউসার রুশো
ব্লগার রেজোয়ান মাহবুব তানিম
ব্লগার গোলাম কিবরিয়া রনি
ব্লগার সুদীপ্ত
ব্লগার নুপুরের রিনিঝিনি
ব্লগার সাকিন উল আলম ইভান
ব্লগার দি ফ্লাইং ডাচম্যান
ব্লগার অদৃশ্য সত্তার বাক্যালাপ
ব্লগার অহন ৮০
ব্লগার নষ্টালজিক
ব্লগার বিভ্রান্ত পথিক ২০১০
ব্লগার মুহম্মদ জহিরুল ইসলাম
ব্লগার তেরো
ব্লগার পটল
ব্লগার বুড়ি২০আমি
ব্লগার এ্যরন
ব্লগার সাধারণ মানুষ
ব্লগার ছোটভাই
ব্লগার শায়েরী
ব্লগার অচেনা রাজ্যের রাজা
ব্লগার দূরদ্বীপবাসিনী_
ব্লগার মধুমিতা
ব্লগার আহমাদ জাদী
ব্লগার পাহাড়ের কান্না
ব্লগার আবদুর রহমান রোমাস
ব্লগার নষ্ট কবি
ব্লগার রিমঝিম বর্ষা
ব্লগার শিশিরের বিন্দু
ব্লগার নিদাল
ব্লগার মহাবিশ্ব
ব্লগার অভ্রমালা
ব্লগার আহাদিল
ব্লগার সকাল রয়
ব্লগার আশরাফুল ইসলাম দূর্জয়
ব্লগার বিতর্কিত উন্মাদ মানব
ব্লগার কাদা মাটি জল
ব্লগার যাযাবরমন
এবং আর সবাইকে