কয়েকদিন আগে একটা স্কুল পড়ুয়া মেয়ের আত্মহত্যার পর থেকে কিছু ভুইফোড় অনলাইন পত্রিকা "Blue Whale” গেইম খেলে মারা গেছে বলে অপপ্রচার করার পর থেকে হুজুগে বাঙ্গালীরা "Blue Whale" করে করে হুদাই লাফাচ্ছে।
ধুমছে google palystore থেকে "Blue Whale" গেইম নামিয়ে পোলাপাইন খেলতেছে। আর প্রমান করতেছে, তারা Blue Whale চ্যালেঞ্জ ৫০ পার করে ১০০ তে নিয়ে গিয়ে গেইম আন ইন্সটল করতেছে।
১। তারা কি আসলেই জানেন "blue whale"গেইম কি ?
২। সাধারন কারো সাধ্য কি "blue whale" গেইম খুঁজে বের করা?
৩। এই গেইম ভাল কনফিগারের পিসি বা মোবাইল থাকলেই কি খেলা সম্ভব?
সবগুলো প্রশ্নের উত্তর আগে যানেন তার পর "blue whale" গেইম খেলেন।
এই গেইমের একমাত্র Dark Web এ লিংক আছে। সেখানে আপনার আর আমার মতো সাধারণ লোকজন প্রবেশ করার ক্ষমতা রাখেনা,
আর দ্বিতীয়ত "blue whale" টিম মেম্বার প্লেয়ারদের খুঁজে গেম খেলার জন্য আমন্ত্রণ করে এবং তারা লিংক টা পার্সোনাল ভাবে দিয়ে থাকে ।
যারা প্রচার করতেছে ভারতীয় +917574999093 ফোন নম্বর আর "popcorncarnival" site থেকে লিঙ্ক দেয়, তারা আসলে কিছুই যানে না। হুজুগে মাতাল।
এখন আসি Dark Web কি, এটা এমন জায়গা সারা ইন্টারনেট দুনিয়া থেকে তারা নিষিদ্ধ , তারা নিজেরাই আলাদা ইন্টারনেট দুনিয়া গড়ে তুলেছেন সেখানে সব অসৎ কাজের দরদাম হয় । পর্ণ সাইটও কিন্তু Dark site না Dark site এর থেকেও ভয়ঙ্কর।
আজ পর্যন্ত গুগল নিজেই ব্যর্থ হয়েছে ডার্ক ওয়েব মিশন নিয়ে । বিশ্বাস না হলে google এ Dark Web লিখে সার্চ দেন দেখেন কি পান? Dark Web এ ঢুকতে গেলে অনেক কিছু যানতে হবে।
ডার্ক ওয়েব( Dark Web) হল পাবলিক ইন্টারনেট কিন্তু এতে প্রবেশ করতে নির্দিষ্ট সফটওয়্যার, কনফিগারেশন বা অনুমোদনের প্রয়োজন হয়।ডার্ক ওয়েব সাধারন সার্চ ইঞ্জিন ইন্ডেক্স করতে পারে না।
আর google palystore যে "blue whale” গুলো আছে সেগুলো সব ভুয়া গেইম, বলদদের একটুও মাথায় আসেনা যে এমন একটা গেইম google palystore বৈধতা দিবে যা এখন পর্যন্ত খেলতে গিয়ে ১৩০ জনেরও বেশি কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে বলে দাবী করা হয়?
যেখানে ২০১৫ সালে এই গেম ইন্টারনেট জগৎ থেকে গুগল ব্যান্ড করেছে, সেখানে আবুল মালরা google palystore এ গেম খুঁজে পায় ।
যে গেম টা ২০১৩ বানিয়েছিলো সেই ফিলিপ বুদেইকিন (Philipp Budeikin) ২০১৬ তে ধরা পড়ার পর কোর্টে ঠিকই বলেছিলো
“মূল্যহীন মানুষদের আত্মহত্যায় উৎসাহিত করে সমাজকে পরিচ্ছন্ন করা আমি গেইম টা বানিয়েছি। সেই তাদের জন্য যারা এই পৃথিবীর আগাছা তাদের বেঁচে থাকা মানে এই সমাজের ক্ষতি -কারণ গেমের আগেই বলা আছে তুমি খেলতে চাইলে তোমার মৃত্যুও হতে পারে সেটা জেনেও এই গেম খেলে তাহলে তারা এই সমাজের মূর্খ আগাছা, কারণ তারা শুরু করে চলে যেতে চাইলে তাদের কে আমরা হুমকি দেই আর তারা সেটা বিশ্বাস করে আমাদের গেম চালিয়ে যায় তারা আগাছা নয়তো কি ? আমি তাদের কে সরিয়ে সমাজ সেবা করছি ইত্যাদি” ।
এতে বুঝা গেলো আমাদের দেশে অনেক আবুল মাল আছে ফেসবুক তার প্রমাণ ।
এইসব বাদ দেন। দেশের কথা নিজের কথা ভাবুন।
লিঙ্ক বা জনসচেতনামুলক ম্যাসেজ পাঠিয়ে দয়া করে বিরক্ত করবেন না।
#নিজে সচেতন হোন
#ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করুন
***লেখাটার ভুলত্রুটি মার্জনীয়, আমি নেট খুজে যততূকু পেলাম তাই লিখলাম।
সর্বশেষ এডিট : ১১ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৩