১৯৭০ সালের বিশ্বকাপে শীর্ষ গোলদাতা জার্মানীর গার্ড মুলার এবং ১৯৭৪ সালে জার্মানীকে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জেতাতে অসামান্য অবদান রাখেন এই গার্ড মুলার।
২০১০ সালের বিশ্বকাপে শীর্ষ গোলদাতা থমাস মুলার ২০১৪ তে তাহলে কি হতে পারে একটু ভাবুন। পর্তুগালের সাথে হেটট্রিক করার পরও কি বুঝতে পারছেন না?
CR7, পেপে, নানির মত বিশ্বমানের প্লেয়াররা থাকতে জার্মানি যেভাবে পর্তুগালকে নিয়ে ছেলেখেলা করল তাতে তো এবারের বিশ্বকাপে জার্মানি ফাইনালিস্ট ভাবাই যায়।
আর একটা কথা নেদারল্যান্ড স্পেনকে ৫ গোল দেয়ার পর ব্রাজিল আর্জেন্টিনা সহ সব দলকেই যে সাবধান হতে বলছিলাম তারও কিন্তু একটা কারন আছে।
১৯৭৪ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা হয়েছিল কিন্তু নেদারল্যান্ড আর জার্মানীর মধ্যে। চ্যাম্পিয়ন তো জার্মানী।
চিন্তার কোন কারন নাই।
এবারের ফাইনালিস্ট কিন্তু জার্মানী আর নেদারল্যান্ড,
আর এই সব প্যারাডক্স ভবিষ্যৎ বানী করতে অক্টোপাস, জলহস্তি বা তান্তিক হওয়ার দরকার নাই।
পরিসংখ্যানই যথেষ্ট।