অনেকদিন আগের একটা কাহিনী মনে পরল।
এক লোকের ছিল দুই বউ। বউ দুজনের মধ্যে সারাক্ষণ ঝগড়া লেগে থাকত। লোকটার আবার ছিল শরীর টিপানোর অভ্যাস। দুই বউকে দিয়েই একসাথে শরীর টিপাতো। সেখানেও তারা ঝগড়া করতো কে শরীরের কোন অংশ টিপবে। প্রতিদিন এই নিয়ে দুজনের ঝগড়া দেখে দেখে লোকটা একদিন দুজনকে ভাগ করে দিলেন কে কোন অংশ টিপবে। বড় বউকে দিল ডান হাত ডান পা। ছোট বউকে দিল বাম হাত বাম পা। যাই হোক কিছুদিন ভাল ভাবে সব চলল। একদিন বড় বউ শরীর টিপার জন্য তেলের বাটি (কাসার বাটি) হাতে নিয়ে লোকটার বাম দিক দিয়ে ডান দিকে যাওয়ার সময় হটাৎ হাত থেকে কাসার বাটিটা লোকটার বাম পায়ের উপর পড়ে গেল।ভারী বাটিটা গরম তেলসহ লোকটার বাম পায়ের উপর পড়া মাত্রই লোকটা চিৎকার করে উঠল। লোকটার চিৎকার শুনে ছোট বউ দৌড়ে এল। ঘটনা জানতে পেরে স্বামীর ব্যাথার প্রতি সহানুভূতি দেখানোর বদলে বড় বউয়ের সাথে ঝগড়া শুরু করে দিল। একি ব্যাপার তুই আমার ভাগের পায়ের উপর কেন বাটি ফেললি? এই বলে সে তার হাতের ভারী কাসার বাটিটা লোকটির ডান পায়ের উপর ফেলল। ডান পায়ের উপর বাটিটা পড়া মাত্র লোকটা ক্যাক করে চিৎকার দিয়ে উঠল। বড় বউ ছোট বউয়ের কান্ড দেখে দৌড়ে একটা লাঠি নিয়ে এল ।আমি তোকে বললাম হঠাৎ পড়ে গেছে তারপরও তুই আমার পায়ের উপর বাটি ফেললি তবে এই দেখ এবার দেখে মারলাম। এই বলে হাতের লাঠি উচিয়ে লোকটার বাম হাতে দিল এক বাড়ি।হতভাগ্য লোকটার বাম হাতটা ভেংগে গেল।লোকটার এখন মরনদশা।দুই বউয়ের এসব দেখার সময় নাই। ভাগের বাম হাত ভাংগতে দেখে ছোট বউ হুশ হারা হয়ে গেল।সেও এবার দৌড়ে একটা লাঠি নিয়ে এল। মৃত প্রায় লোকটার ডান হাতে মারল এক বাড়ি। এভাবে জেদাজেদী করে মারতে মারতে বউয়েরা লোকটাকে মেরেই ফেলল। দুজনে বিধবা হয়ে গেল।তারপরও ওদের ঝগড়া থামেনি পরস্পর পরস্পরকে দোষারোপ করছে আর বলছে তোর কারনে স্বামীটা মরল।
বিএনপি তিস্তার পানির ন্যায্য হিস্যার দাবীতে লংমার্চ আর আওয়ামীগীগের তিস্তার পানির দরকার নাই দাবী করা দেখে মনে হচ্ছে
আমাদের দেশটাও কি আজ এই লোকটার মত পরিনতির দিকে যাচ্ছে? প্রধান দুই দলের কোন্দলে মৃত প্রায় আজ এ দেশ।দলীয় চিৎকারেই কেবল দেশের উন্নতি শুনতে পাই বাস্তবে তার কোন প্রতিফলন পাই না।সুজলা-সুফলা, শস্য-শ্যামলা এই ঊর্বর সোনার বাংলায় কিসের অভাব? নদী ভরা মাছ, মাঠ ভরা ফসল পৃথিবীর কয়টা দেশে আছে?তারপরও আজ আমরা তৃতীয় বিশ্বের কাতারে।
কেন???
এর কি কোন জবাব আছে??