দেশে এখন মোট ৪১ টি টিভি চ্যানেল। যাদের নামের বাহার দেখে মনে হয় টেলিভিশন তো নয় বরং ব্যাক্তিগত প্রচারনা।
তাই সৈকতের দাবীঃ
=> দেশেতো আর, আই, এন, জি , এস এ, এ টি এন, এই সব অক্ষর দিয়ে টিভি চ্যানেল এর নাম আছেই। অন্য অ্যালফাবেট গুলি দিয়ে চ্যানেল দেয়া হোক।
=>ওয়ান, ফিফটি টু, সিক্সটিন ও ৭১ নামে চ্যানেল ছিল বা আছে। ৯৯ পর্যন্ত অন্যান্য সংখ্যায় চ্যানেল দেয়া হোক!
=> দেশে গানের চ্যানেল আছে। নাচের চ্যানেল, কবিতার চ্যানেল সহ শল্পের অন্যান্য শাখার চ্যানেল দেয়া হোক।
=>এশিয়ান আছে, আমেরিকান, আফ্রিকান, অস্ট্রেলিয়ান, অ্যান্টার্কটিকান নামে চ্যানেল দেয়া হোক।
=>মাছরাঙ্গা নামে চ্যানেল আছে। মাছরাঙ্গা কি খাবে? তাই পুটিমাছ , কই মাছ নামেও চ্যানেল দেয়া হোক!
=>বৈশাখের নামে চ্যানেল আছে। বাকি ঋতুগুলির নামে চ্যানেল দেয়া হোক।
=>ইনডিপেন্ডেন্ট নামে চ্যানেল আছে। ডিপেন্ডেন্ট নামেও চ্যানেল দেয়া হোক।
=>ব্যক্তির নামেও চ্যানেল আছে। তাই দেশের সকলকে একটি করে চ্যানেল দেয়া হোক।
বাংলাদেশের নাম গিনেস বুকে স্থান পাক!!
দ্যা ল্যান্ড অব চ্যানেলস।
যেখানে যে কোন কাজে সাফল্য চ্যানেল থাকার উপরে নির্ভরশীল।
এই চ্যানেল অবশ্য টিভি চ্যানেল নয়, অন্য চ্যানেল।!!!
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:০৭