আজকে সংসদে বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়া আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনছিলাম।
দেখলাম দুই নেত্রীর শব্দ চয়ন, ভাষা শৈলী, বক্তব্য দেয়ার ভঙ্গির পার্থক্য।
আসল কথা হল মাঝে মাঝে বস্তাভরা ডিগ্রী আর সুশীলতা দিয়ে কোন কাজ হয় না।
শেখ মুজিব বলেছেন "তুমি যখন বেয়াদবের সাথে খেলবে তখন তার থেকে বড় বেয়াদব হবে"।
চরম সত্য একটা কথা বলেছেন।
( রেফারেন্সঃ "When you play bastard, play like a bigger bastard" Bangladesh a legacy of blood বাংলায় "বাংলাদেশঃ রক্তের ঋন" লেখকঃ এন্থনি মসকেরানহাস।)
ধন্যবাদ বেগম জিয়া একজন জাতীয় নেতা কিভাবে কথা বলতে হয় আপনি দেখিয়ে দিয়েছেন। বাংলার জনগন আছে নোংরা আর অসামাজিক তথাকথিত সুশীল ভাষার উপযুক্ত জবাব দেবার জন্য। যে যে ভাষায় কথা বলবে জনগন সেই ভাষায় জবাব দেবে।
জাতীয়তাবাদীরা ভদ্রতা, সভ্যতা ঝেরে ফেলে দিয়ে নোংরামীর জবাব নোংরামী দিয়েই দিন। কাউকে কোন ক্ষমা করবেন না। আপনাদের ক্ষমাকে ওনারা আপনাদের দুর্বলতা ভাবছে এবং ভাববেই থাকবে।
নেত্রী হিসেবে খালেদার ভদ্রতা,মিতবাক আর শেখ হাসিনার অভদ্রতা,অশ্লিলতা আর মিথ্যাচারের তুলনা দিলে তথাকথিত সুশীলরা তখন খালেদার শিক্ষাগত যোগ্যতা নিয়ে টানাটানি শুরু করে! আমার কথা হচ্ছে একজনের শিক্ষাগত যোগ্যতা যদি তার কথা আর আচরণে ফুটে না ওঠে তাহলে সেটা কিসের শিক্ষা?
কথায় আছে "দূর্জন বিদ্যান হলেও পরিতাজ্য।" এটা চিরন্তন সত্য আপনাকে মানতেই হবে।