হটাৎ একজন ভাবলো আমি বিখ্যাত হবো তা যেভাবেই হোক..... মানুষের মুখে মুখে আমার নাম থাকবে। সোসাল মিডিয়া ভেসে যাবে আমাকে নিয়ে। কিন্তু কিভাবে বিক্ষাত হবে সে উপায় পাচ্ছিলো না।
ক্যামেরা তার সামনে আসলেই শুরু করে দেয় উল্টা পাল্টা অযৌক্তিক কথা বর্তা। এতেও কোন লাভ না হওয়াই সে খুবই হতাশ হতে লাগলো।
অবশেষে একটা সুযোগ চলে আসলো তার হাতে... শিবিরের নেতাকর্মীদের দিয়ে রানাপ্লাজা কাপিয়ে দিলেন।

ব্যাস এবার ঠ্যাকায় কেডা? সোসালা মিডিয়া সহ সকল মিডিয়াই তাকে নিয়ে হৈচৈ শুরু হয়ে গেলো। যেখানেই যাই শুধু তারই কথা... মানুষের মুখে মুখে শুধু তারই কথা। তিনি হচ্ছেন আমাদের সবার মখা আলংগীর
এবার আসি মুজিবুল হকের দিকে। তিনি ডিফারেন্ট কিছু একটা করার চিন্তা ভাবনা করলেন। যখন আমাদের মতন ইয়ং ছেলেরা বিয়ের স্বপ্ন দেখে আর হতাশ হয় তখন মুজিবুল হক ৬৭ বছর বয়সে অল্প বয়সী মেয়েকে বিয়া করে আমাদেরকে আরও হতাশায় ঠেলে দেয়। আচ্ছা বাংলাদেশী মানুষদের গড় আয়ূ তো মনেহয় ৬৫ বছর তাইনা?

এয়ারটেলের সেই অ্যাড এর গাণটার কথা মনে পড়লো ”বেঁচে থাকো শোনা মনি বেঁচে থাকো যাদু মনি........”
আমার এক বন্ধুতো পুরাই তার ফ্যান হয়ে যায়। একমনকি তার নিজে ফেসবুক প্রোফাইল পিকচার চেঞ্জ করে মুজিবুল হকের পিকটার বসাই দিছিলো।
বিয়ে করলেন মুজিবুল হক আর যেন সোসাল মিডিয়াতে তার উৎসব পালন করলো পুরো জাতি

আরেকজন মানুষ আছেন। যার মুখে ”রাবিশ” ওয়ার্ডটা না শুনলে ভালই লাগেনা। তার নাম আবুল মাল আব্দুল মুহিত ওরফে ভ্যাট ম্যান।
নামের সাথে কামেরও কিন্তু ব্যাপোক মিল আছে।
মাঝে মধ্যেই মানুষ তাকে নিয়ে সমালচনার ঝড় তুলেন

প্রথমবার তিনি ১টাকার পয়সা তুলে দেওয়া আর ৫টাকা বাংলাদেশে সর্বনিম্ন টাকা হিসেবে ঘোসনা দেওয়র মাধ্যমে সেইরাম ঝড় তুলেন।
এবার ঝড় তুলেছে জাতিকে ভ্যাটের ঠ্যালা দেওয়ার মাধ্যমে।
মাঝে মধ্যেই আমরা একে অপরকে বলে থাকি ”দুর মাথা মোটা এই সহজ বিষয়টাই বুঝলিনা?” দুর মাথা মোটা এইটা পারিসনা ঐটা পারিসনা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মাথা মোটা হলে বুদ্ধি কম থাকে বুঝলাম কিন্তু মাথায় চুল না থাকলে বুদ্ধি বেশি থাকে এটাওতো ভুল প্রমাণিত হচ্ছে
