অথবা ছাব্বিশের ঘর বাধার আশা।
কিন্তু সালটা যে দুহাজার পাঁচশো তিন,
ফাঁসির দড়িতে বাধা রাত আর দিন।
রোবটে ভরা পৃথিবীতে মানুষ হাতে গোনা,
প্রতিযোগিতার লড়াইয়ে আনন্দ মানা।
ইতিহাসের বইগুলো উইপোকায় খায়,
ভালোবাসার অধ্যায় টিসু পেপারে ছাপা হয়।
মিঊজিয়ামে জ্বলে ক্লান্তির মোম বাতি,
শধু কাজ কর কাজ,রোবটেরা সাথী।
নিঊরনের সাথে রাত্রির প্লেটোনিক ভালোবাসা,
তৃপ্তিহীন কাজের সহবাসে শরীরের ম্লান হাসা।
ফটোফ্রেমের সাথে ৫ মিনিটের অ্যালোকেশান,
ঘোর না লাগা নিস্পৃহ হ্যালুসিনেশান।
কাচের টিউবে ৩০ সেকেন্ডের অজৈবিক তৃপ্তি,
ফরমালিনের জারে মানব জীবনের ব্যাপ্তি।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০০৭ রাত ১১:৫৮