রুমালের কর্কশ আঘাতে যেতাম হারিয়ে।
যদি অশ্রুবিন্দু হয়ে তোমার নীলাভ চোখেতে,
ঝরে যেতাম মুক্ত হয়ে বিবর্ন মাটিতে।
শুধু রয়ে যেতাম বিদায় বেলার শেষ চিঠিতে,
ভারাক্রান্ত অক্ষরের গোপন কুঠুরিতে।
তখন শুকতারা হয়ে আকাশের চুড়ায় উঠে,
ঝরে পড়তাম ম্লান হয়ে তোমার হাসিতে।
শুয়ে থাকতাম একাকী ধরীত্রির মৃত্তিকা শয্যায়,
জন্মান্তরের পরে তোমার অপেক্ষায়।
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০০৭ সন্ধ্যা ৭:৫২