ঢাকের বাদ্যি কাসরের সাথে অ দ্ভুৎ তালে বাজে।
উলুধ্বনি ,শ ংখ আর কাসর ঘন্টার তালে,
পুরোহিতের ঘর্মাক্ত শরীর বেকে বেকে দোলে।
মনের আবেগ ভক্তির বাতাসে লীন হয়ে যায়,
মৃন্ময়ী মায়ের মমতা ভরা মায়ায়।
অজস্র ভক্তবৃন্দের মাঝে ওরাও দাড়িয়ে,
কিছুক্ষনের মধ্যেই মহাশক্তিতে যাবে হারিয়ে।
একেএকে ছাগ শিশুরা জড়তা জড়িয়ে এগিয়ে আসে,
অবলা কন্ঠের সম্মিলিত চিৎকারে আর্তি ভাসে।
করুন চোখে মহামায়ার দিকে তাকায়,
মুহুর্তে ধড় বিচ্ছিন্ন হয় ভক্তের খাড়ায়।
“নাঃ...মেরো না” আর্তনাদ করে ওঠেন মহামায়া,
মানবিক অশ্রু শুকিয়ে দেয় ভক্তির হাওয়া।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:৫৭