যখন সময় আর থাকে না হাতে,
চাওয়া আর পাওয়ার হিসাব নিতে গিয়ে,
কবিতার ছন্দগুলো যায় হারিয়ে।
অক্ষরগুলোর একঘেয়ে জাগলারিতে,
জীবনটা বয়ে যায় গদ্যের খাতে।
তারপর কবিতা খোঁজার আপ্রান প্রচেস্টায়,
শরীরের প্রলয়ে মন তলিয়ে যায়।
কবিতার ফুল ফোটে তোমার সমাধিতে,
অশ্রু বিন্দু ঝরে গদ্যের মাটিতে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০০৭ বিকাল ৩:০২