আজ বিজয়ের দিন।১৬ ডিসেম্বর ২০১১। সারা দেশ উল্লাসে মেতেছে। সারা দেশ বলতে ঢাকাই বোঝাচ্ছি। ঘরের ছোটরা সবাই সকালে জেগেই লাল সবুজে সাজতে লেগে গেল। দেখে ভালই লাগলো এই প্রাণের টান। যখন আমরা সবাই কেবল ছুটছি অর্থের পেছনে সেখানে এই তরুনেরা দেশকে ভালবাসে দেখলেই বুকের ভেতর কেমন যেন এক সীমাহীন সুখ অনুভূত হয়।
চারদিকে যখন কেবল সবাই আমাদের বলে আমরা, দুর্নীতি আর সহিংসতায় সেরা, আমাদের মাঝে কোন দেশপ্রেম নেই ,আমরা কেবল নিজেদের আখের গোছাতে ব্যস্ত তখন এই উল্লাস এই জোয়ার এই প্রাণের টান আবারো মনে করিয়ে দেয়- না আমাদের সন্তানেরা আবার খামচে ধরতে দেবেনা আমাদের এই পতাকা। যত বিএনপি আর আওয়ামীলীগ ক্যাডার বাহিনি, দুর্নীতিবাজ মন্ত্রী, রাজনীতিক কিংবা যারা দেশের সম্পদ সৌন্দর্য্য নষ্ট করে, নদ-নদী ভরাট করে, সরকারি জায়গা দখল করে, রাস্তা দখল করে এই দেশটার বারোটা বাজানোর ধান্দায় আছেন। তাদের ভাবতে হবে, এই আনন্দ উল্লাস আর সময় থেকে শিক্ষা নিতে হবে যে এখনো সব শেষ হয়ে যায়নি। আমাদের ছেলেমেয়েরা আবারো শিখে যাচ্ছে কেমন করে দেশকে ভালবাসতে হয়। বলা বাহুল্য, মিডিয়া এবং নিরপেক্ষ দৈনিক পত্রিকাগুলো অবশ্য অনেক বড় ভুমিকা রাখছে, ধন্যবাদ তাদেরও। দেশকে এগিয়ে নেবার এই যাত্রায় তরুণ সমাজকে সচেতন করবার জন্য, দেশকে ভালবাসতে শেখাবার জন্য আমরা তাদের মন থেকে ধন্যবাদ জানাই। আপনারা কেবল পথ দেখিয়ে দিন, শুধু খেয়াল রাখুন আমরা যেন পথভ্রষ্ট না হই। আজ এই বিজয়ের দিনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি তাঁদের যাদের ত্যাগ ব্যাতিত এই বিজয় আমাদের কাছে অধরা থেকে যেতো। স্মরণ করছি সেই মহান নেতাকে যাকে আমরা জাতির পিতা বলি।