বড় ভাই এর কথা ...কাউরে জানতে হলে তার সাথে সফর কর...
প্রথম দেশের বাইরে ভারত সফর...২০১৩ মে মাস...১৪ দিন ছিলাম কলকাতা- দিল্লি-চন্দিগর... বিজনেস ট্যুর ...ভিসা নিব তাইওয়ান এর দিল্লি থেকে...।
হায় রে গরম...৪৫-৪৬ ডিগ্রী ...শীতাতপ রুম এ বসে থাকি...মাযা জুইচ খাই আর ঝিমাই... পুরান দিল্লি আমাদের আস্তানা... সঙ্গি ২ জন বিজনেস মাগ্নেত।। রুম ভাড়া ৮০০ রুপি... প্রথম দিন হোটেল এ ভাত দিল বাটি তে করে...নারান ছারান যায় না।। কোনমতে খেলাম...।পরদিন থেকে রুটি আর মহিশ এর গোস্ত ...মজার খাবার...৫০ রুপি তে উদর পূর্তি ...খাওয়ার পর লস্যি ।।উম্ম সেইরাম...
সাথেই ছিল জামা মসজিদ...।নামায টা ওখানেই পরতাম.
দিল্লির দর্শনীয় জাএগা দেখা দরকার...হু হু(Ho Ho) বাস এর টিকেট কাটলাম ...২ জন ৬০০ রুপি। ১০-১২ টা জাএগা দেখাবে...।
রেড fort থেকে রওনা করলাম সকাল ১০ টায় প্রথমে গেলাম রাজ ঘাট ... যা মহত্তা গান্ধির শেষ ক্রিত্ত স্থান হিসেবে পরিচিত ...৩০ মিনিটে ঘুরে দেখলাম...গরম বেশ বারছে...তেমন দর্শনার্থী নেই...পুরা বাস এ আমরা ৫-৬ জন মাত্র...। ছবিতে রেড fort এর সামনে সফর সঙ্গি আমাদের কাজল কাকা। ও রাজঘাট চলবে......
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৭