তিন শর্তে ইলিয়াসের মুক্তি!......
.........
.............
................
তিন শর্ত মানলে ইলিয়াস আলীকে ছেড়ে দেয়া হবে- এই খবরটি ছিল রাজনৈতিক মহলের উচ্চ পর্যায়ের সর্বত্র আলোচনার বিষয়। শর্ত তিনটি হলো: এক. সুরঞ্জিতের এপিএসের অর্থ কেলেঙ্কারির ঘটনাটি ড্রাইভার আলী আজমকে দিয়ে ঘটিয়েছেন ইলিয়াস আলী। দুই. বলতে হবে তার নিজের দলের লোকেরাই তাকে অপহরণ করেছে। তিন. তিনি আর রাজনীতিতে সক্রিয় হবেন না। এই খবর দিয়েছে বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র।
শনিবার গাজীপুরের পুবাইলে ইলিয়াসের সন্ধানে র্যাব-পুলিশের অভিযান চালায়। তারা একটি শ্যুটিং স্পটের বাড়িতে এই অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, এই সময় র্যাব-পুলিশের সঙ্গে ছিলেন ইলিয়াসের স্ত্রী তাহমিনা রুশদী। অভিযানশেষে ঢাকায় ফেরার পথে ইলিয়াসের স্ত্রীকে এই তিন শর্তের কথা বলা হয়।
তাহমিনা রুশদী ঢাকায় পৌঁছেই ছুটে যান খালেদা জিয়ার বাসায়। সেখানে তিনি কথা বলেন নেত্রীর সঙ্গে। সূত্র জানাচ্ছে, এই তিন শর্ত নিয়ে নেত্রীর সঙ্গে কথা বলেন তাহমিনা রুশদী। সূত্র দাবি করেছে, নেত্রী শর্ত মানার কথা বলে দিয়েছেন তাকে। নেত্রীর বক্তব্য হলো, আগে ইলিয়াস বেঁচে আসুক, পরে বাকিটা দেখা যাবে।
এরপর থেকেই তাহমিনা রুশদী আর কারো সাথে কথা বলছেন না। মিডিয়ার সামনেও আসছেন না। ওই সূত্র দাবি করেছে, তিনি র্যাবকে শর্ত মেনে নেয়ার কথা জানিয়ে দিয়েছেন। এখন তার একটাই প্রতীক্ষা স্বামী কখন ফিরে আসবে।
এই বিষয়ে র্যাবের একজন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সত্য নাকি?
সুএ :http://bangla.bdnews.com/news/10460