প্রজ্বলিত মোমবাতির মতো ফুরিয়ে যাচ্ছি,
তৃষ্ণার্ত নয়নের তাড়নায়,
ঘুরে পৃথিবীর নির্মম পথে।
তবুও হেঁটে যেতে যাই,
এই অসীমে, দিগন্তরেখা বরাবার,
তোমার সীমান্ত পথ ধরে, অনন্তে,
যে পথে শূন্যরূপ দ্রোহেরা খেলা করে মম অপ্রাপ্তির সাথে।
যে পথে তোমার দৃষ্টি রেখার সমাপ্তিজ্ঞাপক করে আমায় তাচ্ছিল্যে দুরে ঠেলে দেয়।
চোখমুখে শুধুই তৃষ্ণা, মোহ, মায়ার, অভিমানের, অভিপ্রায়ের।
সবটুকু শুভ লগ্নের অভিব্যক্তি যখন অশুভর শনিগ্রহে তখনই আমার পথ চলা শুরু।
হাতের মুঠে মৃত্যুকে নিয়ে ঘুরছি,
সব আফসোস মিটাতে।
সময় খুবই কম! মদ্যপ মাতালের কাছে এক ছিপি মদের মতোই কম,
মনেহচ্ছে অশ্বখুরের সাথে পাল্লা দিয়ে ছুটছি।
এইতো গতকালের শিশু আমি,
আজ প্রায় জীবনের মধ্যভাগে, প্রাপ্তি কতটুকু!
প্রাপ্তির থলেতে চাইনা গ্লানি,
চাই তোমার নয়ন, কপলে, হাসিমুখে, গালে ঠোঁটে একটুও প্রেম!
আমার সময় খুবই কম, ফুরিয়ে যাচ্ছি,
তাড়াহুড়ো করে দম নিচ্ছি তাই।
আমাকে ভালবাসতে হলে এখনই বাসো,
আমাকে ঘৃনা করলে এখনই ঘৃনা করো।
নয়তো কাল দাঁত কিড়মিড় করে,
দীর্ঘশ্বাস ছেড়ে আজীবন আফসোসে বেঁচে থাকতে হবে।
বলতে না পারা কথাটা বুকে চেপে,
প্রিয়, তোমাকে ভালবাসি, তোমাকেই।
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০২০ রাত ৯:৩৫