চীন নিয়ে সব মানুষের আগ্রহের শেষ নেই। চীনাদের জীবনযাপন চলা ফেরা অন্যান্য দেশের চেয়ে একটু অন্যরকম। চীনারা অন্যরকম বলেই সবাই জানতে চায় তাদের সংস্কৃতি নিয়ে। আজ জেনে নিন চীন সম্পর্কে নতুন কিছুঃ
১. সম্প্রতি চীনা কর্তৃপক্ষ অনেক জায়গায় পাহারার জন্য কুকুরের পরিবর্তে রাজ হাঁস নিযুক্ত করেছে। কেননা রাজা হাঁস যাকে তাড়া করে সেই জানে এটার ক্ষিপ্রতা কেমন!
২. প্রতিবছর চীনে এক কোটি ত্রিশ লাখ শিশু গর্ভপাতের মাধ্যমে মেরে ফেলা হয়।
৩. বেইজিংয়ে ট্রাফিক জ্যামে ক্ষতির পরিমাণ ১১.৩ বিলিয়ন ডলার।
৪. বেইজিংয়ে বাতাস এতটাই দূষিত, যে প্রতিদিন এক প্যাকেট সিগারেটের খেলে যে ক্ষতি হয়, বেইজিংয়ের বাতাসে একদিন শ্বাসপ্রশ্বাস নিলে সেই পরিমাণ ক্ষতি হয়।
৫. টয়লেট পেপার প্রথম চীনে আবিষ্কৃত হয়েছিল শুধুমাত্র সে দেশের রাজা টয়লেটে ব্যবহার করবেন বলে।
৬. নাবালক ছেলেদের মূত্র দ্বারা সিদ্ধ করা ডিম খাওয়াকে পবিত্র কাজ মনে করা হয়
৭. সামরিক বাহিনীর অফিসারদের কোটে পিন দেয়া থাকে, যাতে তারা দাঁড়ানোর সময় মনোযোগ সহকারে দায়িত্ব পালন করেন। সামান্য হেলে পড়লেই পিন চামড়ায় গেঁথে যাবে!
৮. তারা সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীদের হাঁটার জন্য আলাদা লেন তৈরি করেছে।
৯. তারা এলিস ইন ওয়ান্ডার ল্যান্ড মুভিটা নিষিদ্ধ করেছিল এই কারণে যে, মুভিতে পশুপাখিরা মানুষের ভাষায় কথা বলতে পারে।
১০.পুলিশদের একটি নির্দিষ্ট উচ্চতায় হাত উঁচিয়ে রাখার ট্রেনিং দেয়া হয়।
তথ্য সুত্রঃ উইকিপিডিয়া
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৬