পোশাকই প্রমাণ করে, কারা প্রকৃতির বৈরি সন্তান!
মা থেকে তারা ক্রমাগত বিচ্ছিন্ন হয়ে পড়ছে
মানুষ বিবাহে কাবিননামা লেখে, জমির দলিল লেখে
লেখালেখি ইতিহাস ছাপা হয় কাগজে কাগজে
কাগজমাত্রই অামাদের জানা থাকা উচিৎ
গাছ কেটে কেটে কাগজ তৈরি হয়
মানুষ নদী হত্যা করে ভাটিয়ালি গান গায়
মানুষ সবার চেয়ে নিজেকে ভালো মানুষ দাবি করে
অন্যপ্রাণীকে খাদ্যতালিকায় রাখাটাই মানুষের রুচি
মানুষ সবসময় নিজেদের মধ্যে প্রতিযোগিতা করে টিকে থাকতে চা্য়
অাসলে মানুষের চরিত্র ভালো না
সে জন্যে নিজেরাই নিজেদের প্রশংসা করে থাকে