পল্লবীতে আজ সরকার দলীয় এম পি'র বাসায় ডাকাতি হয়েছে। তাঁর স্বর্ণালংকার সহ নগদ অর্থ অস্ত্রের মুখে নিয়ে গেছে, যার পরিমান হবে প্রায় কোটি টাকা। তা ছাড়া ঐ একই বাড়ীর দ্বিতিয় তলায় বাড়ীর মারিকের বাড়িতেও ডাকাতি হয়েছে। খোদ রাজধানীর বুকেই।
এই আজই দিনে দুপুরে ইন্দিরা রোডে মা ও তার তিরিশ বৎসর বয়স্ক ছেলেকে গলা কেটে ও গলায় ফাঁস লাগিয়ে হত্যা করা হয়েছে। তাও আবার খোদ রাজধানীতেই।
ওদিকে বানীতে একটা ডোবায় পচিশ বৎসর বয়সি দুই অজ্ঞাতনামা যুবকের লাশ ভেঁসে উঠেছে। সেটাও খোদ রাজধানীর বুকে।
পুরোনো ঢাকার সর্ববৃহৎ ও দেশের প্রধানতম একটা মন্দীরে ডাকাতি হয়েছে। স্বর্ণালংকার এবং নগদ টাকা নিয়ে গেছে ডাকাতরা। তাও আবার সেই রাজধানীর বুকেই!
খোদ রাজধানীরই যদি এই অবস্থা হয়, খোদ এমপির বাড়িতেই যদি ডাকাতি হয়, তা হলে সারা দেশ, আর দেশের সাধারণ মানুষের কি অবস্থা হতে পারে?
তার পরেও আমাদের স্বরাষ্ট্র মন্ত্রী বলেন দেশের আঈন কানুন পরিস্থিতি ভালো। তা বটে। তবে কইনচেন দেহি, কতটা খারাপ হলে তাকে 'খারাপ' বলা যায়?