জনগন চাই আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনা আবারও মহাজোট কে ভোট দিয়ে ক্ষমতায় বসাবে । আপনাদের সাহস থাকলে অন্তবর্তীকালীন সরকারের অধীনে শেখ হাসিনা নেতৃতে¦ অন্তবর্তীকালীন যে সরকার হবে সেই সরকারের অধীনে নির্বাচনে আসুন এবং নিজেদের জনপ্রিয়তা যাচাই করুন । শেখ হাসিনা সরকারের অধীনে ছয় ছয়টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আপনারা জয়লাভ করেছেন । কোন নির্বাচন নিয়ে আপনারা প্রশ্ন তুলতে পারেননি । ভবিষ্যতেও এই নির্বাচন এবং জাতীয় নির্বাচন হবে । এই নির্বাচন হবে এযাবৎ বাংলাদেশে যত নির্বাচন হয়েছে এর থেকেও আরও উন্নত মানের নির্বাচন, সবারন্তে গ্রহনযোগ্য এবং সবার প্রশংসা পাওয়ার একটি নির্বাচন ইনশাল্লাহ অনুষ্ঠিত হবে । আপনারা সেই নির্বাচনে আসুন, জনপ্রিয়তা যাচাই করুন, গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত হবেন না, সংঘাতের পথ ছাড়–ন । বরং গণতন্ত্রকে সমঝোতা করার জন্য আসুন আমরা সবাই একসাথে হাতে হাত রেখে কাজ করি, এবং মানুষকে জিম্মি করে রাজনীতি থেকে ফিরে আসুন ।
জাতীয় শোক দিবস উপলক্ষে নৌকা সমর্থক গোষ্ঠী’র উদ্যেগে সাবেক সংসদ সদস্য হাজি মো. সেলিম’র সভাপতিত্বে ’খালেদা জিয়ার পাতানো জন্মদিন- দেশ ও জাতির কলঙ্ক- আমাদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা । জাতীয় প্রেস ক্লাবে ১৮ই আগষ্ট ১০ ঘটিকায় আয়োজন করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং মাননীয় বন ও পরিবেশ মন্ত্রী জনাব ড. হাসান মাহমুদ প্রধান অতিথি বক্তব্যে উপরোক্ত কথাগুলো মন্তব্য করেন ।
তিনি আরও বলেন, জনগনের সামনে আজকে প্রশ্ন যে, যারা বাংলাদেশকে বর্বরতায়, দূনীতিতে শ্রেষ্ঠ বানিয়েছিল তাদেরকে আবার সুযোগ দিয়ে ক্ষমতায় আসার সুযোগ দিয়ে বাংলাদেশকে আবার দূর্নীতিতে চ্যাম্পিয়ন বানানো । যে ভয়ঙ্কর রূপ ধারনের রেকর্ড করেছিলো সেই কলঙ্কিত অধ্যায় আবার বাংলাদেশ কে নিয়ে যাবো কিনা এটি হচ্ছে জনগনের সামনে আজকে প্রশ্ন ।
তিনি আরও বলেন, জনগন নিশ্চয় সে ভিবিষিকাময় দিনগুলোকে ফেরৎ পেতে চায় না, যখন পাঁচশ টাকায় বোমা পড়ে ছিলো । জনগন নিশ্চয় আবার আমাদের সংসদ সদস্য কিবরিয়া সাহেবকে কিংবা আহসান উল্ল্যাহ মাষ্টারের মতো সহিংসতা হত্যাকান্ডে শিকার এই পরিস্থিতিতে বাংলাদেশকে ফিরিয়ে নিয়ে যেতে চায় না ।
তিনি আরও বলেন, আজকে আমরা দীর্ঘ ত্যাগি সরকারের উন্ননয়ের কর্মকান্ড গুলো তুলে ধরেছি বিলবোর্ডের মাধ্যমে জনগনের সামনে এতে বিরোধীদলের সবাই ব্যস্ত হয়ে পড়েছেন । কেউ তো প্রশ্ন তুলতে পারেননি যে, বিলবোর্ডের তথ্যগুলো অসত্য । প্রশ্ন তুলেছেন বিলবোর্ডে কেন লাগানো হলো । যারা আজকের দুনিয়ার খবর রাখেন না তারাই বিলবোর্ড নিয়ে প্রশ্ন তুলেছেন । উন্নত দেশে রাজনৈতিক দলগুলো বিলবোর্ড এর মাধ্যমে প্রচার করে থাকেন । উন্নত দেশে এমনকি নির্বাচনের সময় বিলবোর্ডের মাধ্যমে প্রচার প্রচরনা চালানো হয় । তারা এখন শেখ হাসিনা সরকারের সাফল্যতার জয় জয়কার জনগন জেনে যাচ্ছে এই ভয়ে তারা ভীত ও শংকিত হয়ে উল্টা-পাল্টা কথা বলা শুরু করেছে । আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই জেনে রাখুন আমরা বিলবোর্ড শুধু ঢাকা শহরে টাঙ্গিয়েছি, এই বিলবোর্ড সমস্ত বাংলাদেশের প্রতিটি শহরে গ্রামে গঞ্জে ছড়িয়ে দিবো ইনশাল্লাহ । এতে করে যারা জনগনকে এতদিন ধরে বিভ্রান্ত করেছিলেন তারা আর বিভ্রান্ত করতে পারবেন না ।
তিনি আরও বলেন, যার নেতৃত্বে আজকের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ৬০০ ডলারের মাথাপিছু আয় আসছে ১২৫০ ডলার, ১২ মিলিয়নের এক্সপোর্ট আজকে ২৭ মিলিয়ন, ৭ মিলিয়ন হিসাব আজকে ১৬ মিলিয়ন, ৬ মিলিয়নের রেমিট্যান্স ১৬ মিলিয়ন এ অর্জিত হয়েছে । আজকের দারিদ্র সীমায় ও উন্নতীকরণ করা হয়েছে । আর এইসবই সম্ভব হয়েছে আমাদের সেই নেত্রী জননেত্রী শেখ হাসিনা । যার ধমন শীরায় প্রবাহিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রক্ত ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক, ঢাকস্থ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী ফাউন্ডেশন ( নোয়াখালী ) সভাপতি, বঙ্গবন্ধু একাডেমী সহ-সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক নাজিম । অনুষ্ঠানে অতিথিবৃন্দগন ছিলেন নৌকা সমর্থক গোষ্ঠীর ও বঙ্গবন্ধু একাডেমী সভাপতি হুমায়ূন কবির মিজি, ঢাকা মহানগর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিঞা, বাংলাদেশ কৃষকলীগ অর্থ-সম্পাদক মো. নাজির মিঞা, দেওয়ান গঞ্জ আওয়ামীলীগ সভাপতি ও দেওয়ান গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইশতিয়াক হোসেন দিদার, সদস্য বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্র আ. হাই কানু (বীরমুক্তি যোদ্ধা), কেন্দ্রীয় যুবলীগ নেতা ও সাবেক আহবায়ক ঢাকা দক্ষিন যুবলীগ মিনহাজ উদ্দিন মিন্টু, আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় নেতা শেখ আলমগীর, বংশাল থানা মহিলা আওয়ামীলীগ দক্ষিন যুগ্ম-সাধারণ সম্পাদিকা মতিয়া বেগম পুতুল, বংশাল থানা মহিলা আওয়ামীলীগ দক্ষিন সাংগঠনিক সম্পাদিকা রাসিদা হক বেবী, ঠিকানা বাংলাদেশ সভাপতি ও বঙ্গবন্ধু একাডেমী সহ-সভাপতি রেজাউল করিম রেজা, বঙ্গবন্ধু একাডেমী সহ-সভাপতি আলহাজ্ব নওশের আলী, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মীর হোসেন মিলু, কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ কামরুল হাসান শাকিল ও আরিফুল ইসলাম, সঞ্চলনায় ছিলেন ২২নং ওয়ার্ড আওয়ামী যুবলীগ সভাপতি ও নৌকা সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় নেতা কাজী মোশারফ হোসেন এছাড়াও অনুষ্ঠানে নৌকা সমর্থক গোষ্ঠী’র, বঙ্গবন্ধু একাডেমী’র সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এমবিএ শান্ত ।