১. মনে করুন আপনার কাছে ১৫ টাকা আছে। ১৫ টাকা নিয়ে আপনি একটি মুদি দোকানে গেলেন, সেখানে যাওয়ার পর দৃষ্টি আর্কষন নামক একটি প্লেকার্ড আপনার দৃষ্টি গোচর হলো, প্লেকার্ড টি তে লেখা আছে ১ টাকার মূল্যের ৩টি চকলেট'র খালি খোসা দিলে ১টি চকলেট ফ্রি !!! তাহলে বলুন তো আপনার ১৫ টাকায় ফ্রি সহ কয়টি চকলেট পাবেন ???
২. একদা দুই বন্দ্ধু মিলে সিদ্ধান্ত নিলেন তারা হেটে হেটে দেশ ভ্রমণ করবেন। দিনক্ষণ বাহির করে তারা দেশ ভ্রমণ করতে বাহির হয়ে গেলেন। দুই বন্দ্ধু হাঁটতে হাঁটতে এক মরুভূমির দেশে পৌঁছে গেলেন। তারা হাঁটতে হাঁটতে এতটাই কান্ত হয়ে পড়েছেন যে কারো পক্ষেই আর হাঁটা সম্ভব হচ্ছিল না। তারা বড় একটি গাছের নিচে বসে বিশ্রাম করছিলেন। কান্ত থাকার ফলে তারা দুজনেই ঘুমিয়ে পড়েছেন। তাদের দুজনেরই ঘুম ভাঙ্গলো অচেনা এক মুসাফিরের ডাকে। ঘুম থেকে জেগে উঠে বসলেন। মুসাফিরের উদ্দেশ্যে এক বন্দ্ধু বললেন আপনার কি হয়েছে ? আমাদের কে ঘুম থেকে জাগিয়ে দিলেন ? মুসাফির বললেন, আমি একজন মুসাফির পথে পথে ঘুড়ে বেড়ানোই আমার কাজ। বর্তমানে আমি খুবই ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত, আশে পাশে কোথাও কোন ঘর-বাড়ি নাই। পথিমধ্যে আপনাদের দুজনকে ঘুমিয়ে থাকতে দেখি, তাই আপনাদের কে জাগিয়ে তুলি এই ভরসায় যদি আপনাদের কাছ থেকে কোন খাবার পাওয়া যায়, সেই খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করিতাম। এখন যদি আপনাদের ঘুম থেকে জাগিয়ে দিয়ে কোন অন্যায় করে থাকি, তাহলে আপনারা আমাকে যা শাস্তি দেবেন আমি তা মাথা পেতে নেব। মুসাফিরের কথা শুনে বন্দ্ধু দুজনই খুব খুশি হলেন। তারা মুসাফিরকে বললেন আসুন আমাদের কাছে যা খাবার আছে তা সবাই মিলে ভাগ করে খাই। যে বলা সেই কাজ, দুজন বন্দ্ধুই যার যার খাবার বাহির করে ফেললেন। দেখা গেল এক বন্দ্ধুর কাছে আছে পাঁচটি রুটি আর অন্য বন্দ্ধুর কাছে আছে তিনটি রুটি। মোট আটটি রুটি তিনজন মিলে সমান ভাগে খেয়ে নিলেন। মুসাফির খাওয়ার শেষে বললেন আপনারা আমার যে উপকার করিলেন তা আমি কখনে ভুলতে পারবোনা। তবে আমার কাছে আটটি স্বর্ণ মোহর আছে, আমি তা আপনাদের কে দিয়ে গেলাম, আপনারা দুজন যতটুকু পাবেন ভাগ করে নিয়েন। মুসাফির দুজন বন্দ্ধুর কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। স্বর্ণ মোহর ভাগ করতে গিয়ে দেখা দিল বিপত্তি। বন্দ্ধুদের মাঝে লোভ জেগে উঠল। একজন বলে আমি স্বর্ণ মোহর পাবো পাঁচটি, তুমি পাবে তিনটি, কারণ আমার রুটি ছিল পাচটি, তোমার ছিল তিনটি। অন্য বন্দ্ধু বলে না আমরা স্বর্ণ মোহর চারটি করে পাবো যেহেতু আমরা সবাই সমান ভাগে রুটি খেয়েছি। কিন্তু কেউ কাকে সিদ্ধান্ত দিতে পারছেনা যে কে কয়টা করে স্বর্ণ মোহর পাবে। তারা সিদ্ধান্ত নিলেন এই বিচার এখন কাজি সাহের করবেন। তারা কাজি সাহেবের মহলে গিয়ে উঠলেন এবং কাজি সাহেব কে পুরো ঘটনা বিস্তারিত বর্ণনা করিলেন। কাজি সাহেব তাদের কথা শুনে বললেন, যে বন্দ্ধুরটির তিনটি রুটি ছিলো সে পাবে একটি স্বর্ণ মোহর, আর যে বন্দ্ধুটির পাঁচটি রুটি ছিলো সে পাবে সাতটি স্বর্ণ মোহর। এখন আপনাদের কি কারো কোন দ্বিমত আছে ? যদি থাকে তাহলে আমাকে বলতে পারেন। কেউ আর কোন কথা না বলে চুপচাপ দুজনই কাজি সাহেবের মহল থেকে বাহির গেলেন।
এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, কাজি সাহেব হিসাবে কি কোন ভুল করেছেন ? নাকি সঠিক হিসাব করেছেন ? কাজি সাহেব কেন একজন কে ১টি ও অন্য জনকে ৭টি স্বর্ণ মোহর ভাগ করে দিলেন ?
মেধাকে কাজে লাগান !! ভালো করে পড়ুন, ভাবুন তারপর উত্তর দিন। আমার উত্তর পর্ব-২ তে পাবেন ।
সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ সন্ধ্যা ৬:৩৪