এইডসরোধী ওষুধ অনুমোদন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। এইডসের ভাইরাস এইচআইভিতে আক্রান্ত হয়নি কিন্তু আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে এমন লোকজন ওষুধটি ব্যবহার করতে পারবে। শুক্রবার এক বিবৃতিতে এই অনুমোদনের কথা প্রকাশ করে বিশ্ব সংস্থাটি। বিবৃতিতে বলা হয়, এইডসের ভাইরাস এইচআইভিতে আক্রান্ত হয়নি কিন্তু এইচআইভিতে আক্রান্ত সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক হতে পারে এমন ব্যক্তিদের জন্য এইচআইভি প্রতিরোধী ওষুধ ব্যবহারের জন্য দেশগুলোকে উদ্বুদ্ধ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রথমে ছোট ছোট পরিচিতিমূলক প্রকল্পের মাধ্যমে এসব ওষুধের কার্যকারিতা ও উপকারিতা সম্বন্ধে জনস্বাস্থ্য কর্মীদের সচেতন করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র সারা রাসেল জানিয়েছেন, তারা কোনো নির্দিষ্ট ওষুধের নাম প্রস্তাব করছেন না। তবে এইচআইভি প্রতিরোধের উদ্দেশ্যে তৈরি করা ক্রুভাদা ধরনের কোনো ওষুধই এক্ষেত্রে ব্যবহার করতে হবে। ক্যালিফোর্নিয়াভিত্তিক জিলিড সায়েন্সেস ইনকরপোরেট এইচআইভি প্রতিরোধী ওষুধ ক্রুভাদার প্রস্তুতকারক।
সোমবার যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ এইচআইভি ভাইরাস সংক্রমণ প্রতিরোধী ওষুধ হিসেবে ক্রুভাদার অনুমোদন দেয়। রাসেল জানান, জিলিড ওষুধটি বিশ্বের গরিব দেশগুলোর বাজারে অপেক্ষাকৃত বেশি হ্রাসকৃত মূল্যে ছেড়ে সব মানুষের কাছে এটিকে সহজলভ্য করে তুলবে বলে আশা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এসব দেশে ওষুধটির দাম একশ’ ডলারের নিচে রাখার পরামর্শ দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে এক বছর ক্রুভাদা ব্যবহারে খরচ হয় প্রায় ১৪ হাজার ডলার।