আমি বিদেশে থাকি।
বাংলাদেশ দূতাবাসে আমার ছেলে শিশুর এমারপি'র জন্য আবেদন করেছিলাম। সবকিছু ঠিকঠাক ছিল।
কিন্তু বাসায় ফিরে দেখি ছেলের জন্মসনদে ভুল আছে সে কারনে জন্মসনদের নাম্বার আবেদনপত্রে ভুল গিয়েছে।
পরে দূতাবাসের সাথে যোগাযোগ করলে তারা জানায় সমাধান সম্ভব।
নতুন জন্মসনদ করাতে হবে--সেটার জন্য জরিমানা দিতে হবে। সেটা করিয়েছি।
কিন্তু দূতাবাস থেকে বলছে--জন্মসনদ ঠিক করার পর তারা আবার আবেদন পত্র বাংলাদেশে পাঠিয়েছে কিন্তু কাজ হচ্ছে না। কেন কাজ হচ্ছে না, কি করলে কাজ হতে পারে তার কোন সঠিক তথ্য তারা দিতে পারছে না।
কাল আবার বলেছে--নতুন করে আবেদন করার জন্য। তার মানে আমার শুরু থেকে, টাকা, সময়, কষ্ট সব আবার শুরু থেকে!!!
আসলেই কি ছু করনীয় নেই। ভুল তথ্য গেলে ঠিক করার কি কোন ব্যবস্থা নেই?? এটা কেমন কথা।
বাংলাদেশ দূতাবাস বলে তাদের কোন কথার কোন ভরসা পাচ্ছি না।
কেউ কি আমাকে কোনভাবে বা তথ্য দিয়ে সাহায্য করতে পারেন???
একান্তই বাধ্য হলে নতুন করে আবেদন করব। কিন্তু সেটাও কি গ্রহনযোগ্য??
অনেক ধন্যবাদ।